/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/ramgopal.jpg)
কী বলছেন রামগোপাল
রণবীর কাপুর সকলের মন জয় করে নিয়েছেন। সেই ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি.. তারপর আর সম্ভব হয়নি তাঁর পক্ষে। তবে, যেন সুযোগের অপেক্ষা করছিলেন তিনি। তাই তো, অ্যানিম্যালে তিনি কাঁপিয়ে দিলেন।
আর এবার, কাপুর তনয়কে প্রশংসায় ভাসালেন পরিচালক রাম গোপাল ভর্মা। সাড়ে তিন ঘন্টার ছবি দেখে তাঁর ঠিক কী কী মনে হয়েছে সেটার একটা বিশাল তালিকা বানিয়েছেন তিনি। যেখানে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং রণবীরের প্রশংসায় পঞ্চমুখ তিনি। কী বলছেন পরিচালক?
ট্রেলার দেখেই যে সিনেমার পরিকাঠামো বিচার করা উচিত নয় এটাই অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিলেন তিনি। রণবীর অতিনাটকীয় অভিনয় করবেন না তো? এটাই ভেবেছিলেন তিনি। কিন্তু, যেই মাত্র ছবিটা দেখলেন। রামগোপাল বললেন..."আমি ধরতে পারছিলাম না যে রণবীর এত ভাল অভিনয় করেছেন নাকি সন্দীপ রেড্ডির পরিচালনায় রণবীর এই চরিত্রে প্রাণ ঢেলে দিয়েছেন?"
অভিনেতার অভিনয় দেখে তিনি মুগ্ধ। পাশাপাশি পরিচালকের গল্প বলায় এবং অভিজ্ঞতা দেখে তিনি স্তব্ধ হয়ে গিয়েছেন। সকল তারকার এখন একটাই প্রশ্ন থাকবে। সেটা কী? রামগোপাল বললেন...
My REVIEW of ANIMAL
film https://t.co/zvamzjCFuN— Ram Gopal Varma (@RGVzoomin) December 3, 2023
সমস্ত ভাষার তারকারা স্বপ্ন দেখবে যে এই ধরনের চরিত্র অভিনয় করার জন্য। লেখক এবং পরিচালকদের সম্পূর্ণ নতুন সেটের কাছে যা প্রসারিত করবে এবং প্রসারিত করবে।
বেশ কিছু দৃশ্য যেমন রণবীর যে মেয়েটিকে তার জুতো চাটতে বলছে এটা আমার পছন্দ না। কিন্তু অনিলের শেষ সংলাপ থেকে শেষ শিরোনাম পর্যন্ত জাম্প কাট, ক্যামেরা জুম আউট শট দেখাচ্ছে শক্তি কাপুরের কোলে শিশুর মতো কাঁদছেন রণবীর, আমি আপ্লুত। তোমার জুতো দুটোই চাটতে চাই। ওয়াটস অ্যাপে তোমার পায়ের ছবিটা পাঠাও, একটু ছুঁয়ে দেখি।