/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/animal.jpg)
alia-ranbir: মা এবং বউয়ের মাঝখানে যাঁতাকলে রণবীর
রণবীর কাপুরের সাফল্য এবার আকাশ ছুঁয়েছে। অ্যানিম্যাল ( Animal ) ছবির সাকসেস পার্টি উপলক্ষে হাজির ছিলেন সকলেই। সঙ্গে অবশ্যই আলিয়া, নীতু সিং ( Alia Bhatt- Neetu Singh )। আর সেখানেই ঘটল আরেক ঘটনা।
রণবীর ( Ranbir Kapoor ) এই ছবির মাধ্যমে প্রায় ৯০০ কোটির ব্যবসা দিয়েছেন। তার অভিনয় দেখে অনেকেই মুগ্ধ। আবার কেউ কেউ ছবির ভায়োলেন্স বিশেষ করে মেয়েদের প্রতি অত্যাচার দেখে অনেকেই যা নয় তাই বলেছেন। তাতে কী? বক্স অফিসে কামাল করেছে এই ছবি। গতকাল এই সাফল্যের উদযাপনে হাজির ছিলেন সকলেই। সেখানে, মা নীতু সিংয়ের সঙ্গে আবারও আলিয়ার শুকনো বাদানুবাদ।
কী ঘটেছে আসলে ( What happened in Animal success party ) ?
গতকাল আলিয়া এবং মা নীতু সিংকে নিয়ে রণবীর এসেছিলেন। তারপর? সেখানে প্রথমে বউ এবং শ্বশুরের মাঝখানে দাঁড়িয়ে দিব্যি হাসছিলেন রণবীর। ছবি তুলছিলেন। তারপর? হঠাৎ করেই মা নীতু সিংকে ছেলের দিকে ঠেলে দিলেন মহেশ ভাট। আর একবার ছেলের পাশে যেতেই হাসি হারিয়ে গেল আলিয়ার। নীতু সিংকে পাশে পেতেই ছেলে মায়ের হাত ধরেই এগিয়ে গেলেন। বউয়ের হাত ছেড়ে দিয়ে ক্রমশ সামনের দিকে এলেন তিনি।
আরও পড়ুন - Telly Gossip: ‘কাজ করতে গেলে কানে কুমন্ত্রও দিতে হয়..’, মুখ দেখাদেখি বন্ধ থাকে মানসী-অরিজিতার?
এখানেই শেষ নয়। রণবীর সেই যে আলিয়ার হাত ছাড়লেন তারপর আর প্রয়োজন বোধ করলেন না। মায়ের হাত ধরেই তিনি দাঁড়িয়ে রইলেন। বরং জামাই আর মেয়ের মাঝখানে দাঁড়ালেন মহেশ খোদ। আর এরপরই হাসি উড়ে গেল আলিয়ার। এই দৃশ্য দেখেই বেশিরভাগ নানা মন্তব্য করেছেন।
কেউ বললেন, নীতু সিংয়ের এর ছেলের প্রতি ভালবাসা দিন দিন বেড়ে যাচ্ছে। আবার কেউ বললেন, রণবীর যেভাবে আলিয়াকে ইগনোর করছেন সেটা তাদের বডি ল্যাঙ্গুয়েজ অনুযায়ী দেখা যাচ্ছে। আবার কেউ বললেন, নীতু ম্যামের আলিয়ার বেচেঁ থাকা উচিত।