Advertisment
Presenting Partner
Desktop GIF

'ভাল না লাগলে দেখতে হবে না', নিন্দুকদের সপাটে দিলেন তৃপ্তি দিমরি

রণবীরের জুতো চাটার প্রসঙ্গে কী বললেন তৃপ্তি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Animal : tripti dimri shared on how she reflects to cinema

তৃপ্তি দিমরি

তিনি এখন আলোচনায় এবং সমালোচনায়। কারণ, তাঁর নাম তৃপ্তি দিমরি। 'অ্যানিম্যাল' ছবির কারণেই তাঁকে নিয়ে এত কথা। অভিনেত্রীর ফলোয়ার যেমন বেড়েছে তেমনই এর জেরে অনেকের নজরে এসেছেন তিনি।

Advertisment

কিন্তু, বিতর্ক বেশ রয়েছে। কারণ! অভিনেত্রীর বাবা মা নাকি তাঁকে এমন একটি চরিত্র করতে না করেছিলেন। কিন্তু কথা শোনেননি তিনি। জোয়ার চরিত্র নিদারুণ মনে ধরেছিল তার। কিন্তু, মানুষের স্বভাব সিনেমার চালচিত্র থেকে বেরিয়ে এসে এমন কিছু করার। অর্থাৎ, রঙিন পর্দার ঘটনাকে বাস্তবের সঙ্গে মিলিয়ে দেওয়ার। তৃপ্তি এক সাক্ষাৎকারে বলেন...

"আমি জোয়াকে খুব সৎ হিসেবে দেখি। আমার মনে হয় না, ওর চারিত্রিক কোনও বৈশিষ্ট্য আমি বদলাতে চাইব।" তবে, সবথেকে বেশি চর্চায় যেই দৃশ্য তাঁকে নিয়েও কথা বললেন তিনি। রণবীরের জুতোয় জ্বিভ ছোঁয়ানোর ক্ষেত্রে তৃপ্তি বললেন...

আরও পড়ুন - লাফিয়ে বাড়ছে ফলোয়ার, একটি দৃশ্যই তৃপ্তির সাফল্যের কারণ? অভিনেত্রী বললেন…

"মানুষের দেখার ওপর নির্ভর করে বিষয়টা। আমি একটু অ্যাকশন ছবি দেখছি সেখানে অনেক গুন্ডারা মিলে হিরোকে মারছে। তাই বলে নিশ্চই এটা না, যে আমিও যাকে পছন্দ নয় তাকে গিয়ে মেরে আসব। আবার এটাও না, একজন হিরো সে তাঁর প্রেমিকা, কিংবা স্ত্রীর সঙ্গে ক্যমেরার পর্দায় খারাপ আচরণ করছে বলে বাস্তবেও কেউ লাইসেন্স পেয়ে গেল সেটা করার। মানুষের ওপর সবটা নির্ভর করে।" অভিনেত্রী আরও বললেন...

"আমি যদি বলি সিনেমা থেকে মানুষ অনুপ্রাণিত হন না, সেটা বলা ভুল হবে। হয়, নিশ্চই হয়। তবে, এটি তাদের দৃষ্টিভঙ্গি, এবং তাদের মতামত দেওয়ার অনুমতি রয়েছে। কিন্তু এটাও একটা পছন্দ। যদি কিছু জিনিস আপনার পক্ষে উপযুক্ত না হয় তবে সেগুলি দেখবেন না।" প্রসঙ্গত, এর আগেও তিনি কাজ করেছেন নানা সিরিজ এবং সিনেমায়। বুলবুল তাঁর অভিনীত এমন একটি চরিত্র যা শিহরণ জাগায় সকলকে। তবে, অভিনেত্রী যে জনপ্রিয়তা বর্তমানে পেলেন সেটা অপ্রতিরোধ্য।

tollywood Tripti Dimri ranbir kapoor bollywood Entertainment News
Advertisment