Advertisment

Anindita-Sudip Shared Good News: বছরের প্রথম দিনই এল সুখবর, মা হতে চলেছেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী

Tollywood celebs parenthood: দাম্পত্য সুখে ভাসার পর, এবার নতুন সফর শুরু করতে চলেছেন দুজনে। সেরকমই সুখবর দিয়েছেন তাঁরা। নতুন বছরের প্রথম দিন যে খবরে মজেছে টলিউড।

author-image
Anurupa Chakraborty
New Update
anindita sudip shared pregnancy news

মা হতে চলেছেন অনিন্দিতা, কবে আসছে সন্তান? Photograph: (Instagram)

বছরের শুরুটা যদি এমন সুন্দর একটা খবর দিয়ে হয়, তাহলে কিন্তু আলাদাই আনন্দ। টলিপাড়ায় এমনিই এক সুন্দর এবং মিষ্টি খবর দিয়েছেন তারকা দম্পতি। শুধু বিয়ে না, বরং বছর শুরুর দিনটা যে কাছের মানুষদের এতটা আনন্দে রাখা যায়, সেটাই জানিয়ে দিলেন অনিন্দিতা এবং সুদীপ।

Advertisment

দুজনেই টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা। এবং দুজনেই চুঁচুড়ার মানুষ। দাম্পত্য সুখে ভাসার পর, এবার নতুন সফর শুরু করতে চলেছেন দুজনে। সেরকমই সুখবর দিয়েছেন তাঁরা। নতুন বছরের প্রথম দিন যে খবরে মজেছে টলিউড। অভিনেতা এবং অভিনেত্রী একদম কাছের মানুষদের উপস্থিতিতে গাঁটছড়া বেঁধেছিলেন। তারপর, দুজনে এত মিষ্টি সম্পর্কের উদাহরণ দিয়েছেন বারবার। এই সময়ও, যেখানে সম্পর্ক টেকানো গল্প হয়ে দাঁড়িয়েছে, সেখানে নিজেদের এভাবে ভাল রেখেছেন তাঁরা।

আজ সমাজ মাধ্যমে যে সুখবর জানিয়েছে তাঁরা, এতে বেশিরভাগই আনন্দে আত্মহারা। তাঁদের টলিপাড়ার বন্ধুরা বেজায় খুশি। আসলে একটি গ্রাফিক্স শেয়ার করেছেন তাঁরা। যেখানে দেখা যাচ্ছে একটি ছোট্ট স্ট্রোলার, তাঁর পাশে বসে রয়েছে দুটি চারপেয়ে মিষ্টি সারমেয়। এবং সেই স্ট্রলার থেকে একটি ছোট্ট হাত যেন সকলকে জানান দিচ্ছে যে সে আসছে। তাঁর সঙ্গে এও লেখা, মার্চ মাসে দেখা হচ্ছে বন্ধুরা। অর্থাৎ অভিনেত্রী প্রায় ৬ মাসের অন্তঃসত্বা।

Advertisment

উল্লেখ্য, অভিনেত্রী এই সুখবর জানিয়েছেন নিজেই। এবং সঙ্গে সঙ্গেই শুভেচ্ছায় ভরিয়েছেন তারকা বন্ধুরা। ইশা সাহা থেকে উশশী রায় এমনকি, সংঘশ্রী সিনহা তাঁদের আনন্দ দেখে কে। বন্ধুর নতুন জীবনের শুরুতে ভালবাসা জানিয়েছেন তাঁরা। অন্যদিকে, অন্বেষা হাজরাকে বলতে শোনা গেল, কী দারুণ খবর। মানসী সিনহা বলছেন, অনেক আদর, কী দারুণ খবর শোনালি। আর তাঁদের অনুরাগীরা তো বটেই।

যদিও অভিনেত্রীকে দেখা যাচ্ছে স্টার জলসার তেঁতুলপাতা সিরিয়ালে। অন্যদিকে, সুদীপ ফুলকি ধারাবাহিকে রুদ্র হিসেবে যে খেল দেখাচ্ছেন, সেই নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। যদিও, বাস্তবের জীবনে সুদীপ একেবারেই অন্য মানুষ। কিন্তু রুদ্র যেভাবে গায়ে জ্বালা ধরাচ্ছেন, তাতে তাঁর অভিনয়ের প্রশংসা করতে হয়।

tollywood tollywood news Sudip Sarkar Tollywood Actress Anindita Ray Chowdhury
Advertisment