Mimi Chakraborty: 'এক চড়...', মিমির গোপন দিক তাঁর অজান্তেই দেখিয়ে দিলেন অনিন্দ্য?

Anindya Chatterjee - Mimi Chakraborty: অনিন্দ্য কিন্তু মিমির বেশ ভাল বন্ধু। আর সেকারণেই তাঁর সঙ্গে মজা মশকরা করতে তাঁকে দেখা যায়। এবারও তবে ব্যতিক্রম না। বরং, অভিনেতা...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
mimi chakraborty-anindya

Mimi-Anindya: মিমিকে বিরক্ত করে কী পান অনিন্দ্য? Photograph: (Instagram)

 বন্ধুদের কান্ড কারখানায় যে কতবার দুষ্টু মিষ্টি বিপদে পড়তে হয়, সেই অভিজ্ঞতা অনেকেরই আছে। সেই তালিকায় মিমি চক্রবর্তীর নাম আসে একদম শুরুতে। কারণ, অবশ্যই তাঁর জীবনে এমন কিছু বন্ধু আছেন, যারা তাঁকে সবসময় এত মাত্রায় বিরক্ত করেন। কিন্তু তাও মিমি নিজের মতো করেই সবটা মানিয়ে গুছিয়ে নেন।

Advertisment

টলিপাড়ার এই নায়িকার খুব একটা ফিল্টার নেই বললেই চলে। তাঁর মনে যেটা, তাঁর মুখে সেটা। এবং নিজের কান্ড কীর্তির মাধ্যমে লোকজনকে হাসাতেও তাঁর জুড়ি মেলা ভার। মিমি চক্রবর্তী ঠিক তাই। কিন্তু, বন্ধুরা যে এভাবে তাঁর গোপন প্রতিভাগুলো সকলের সামনে তুলে আনবেন, এও বোধহয় ভাবতে পারেন না তিনি। কিন্তু, যেভাবে প্রতিক্রিয়া জানান... এবার মিমির কান্ড কারখানার দৃশ্য দেখালেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।

অনিন্দ্য কিন্তু মিমির বেশ ভাল বন্ধু। আর সেকারণেই তাঁর সঙ্গে মজা মশকরা করতে তাঁকে দেখা যায়। এবারও তবে ব্যতিক্রম না। বরং, অভিনেতা অনিন্দ্য ঘুমন্ত মিমির ভিডিও রেকর্ড করেই তাঁর ভক্তদের দেখালেন এমন এক দৃশ্য, যাতে মিমি হাসিমুখেই জবাব দিলেন, কিন্তু বন্ধুর কাণ্ডে কিছুটা রেগে গেলেন। মিমি যে গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েন, একথা জানা ছিল? অনিন্দ্য একটি ভিডিও আপলোড করলেন, যেখানে দেখা যাচ্ছে, মিমি গাড়িতে দিব্যি ঘুমোচ্ছেন। আর অনিন্দ্য তাঁকে ডাকছেন।

মিমি ঘুমের ঘোরে বিরক্তির সুরেই জবাব দিলেন, ধ্যার তুই... আর যেই দেখলেন ক্যামেরা চলছে সামনে, তখনই বললেন এক চড়। আর তাঁর কান্ড দেখেই অনিন্দ্য হাসতে ব্যস্ত। সেই ভিডিওতে লেখা, গাড়িতে ঢুকেই এভাবে ঘুমিয়ে পড়াটা একটা আর্ট। এবং মিমি চক্রবর্তী সেটা পারেন। মিমির সঙ্গে অনিন্দ্যর খুনসুটি লেগেই থাকে। এবারও সেটাই দেখা গেল।

Advertisment

অন্যদিকে মিমি এবং অনিন্দ্য মিলে পাপারাজ্জিদের সঙ্গে সঙ্গে তারকাদের কীর্তিও ভাইরাল করেছেন। মিমির অভিনয় দেখলে চমকে যেতে হয়। তিনি নিজেই হাসছেন নিজের কান্ড কারখানায়। তারকারা পাপারাজ্জিদের দেখলে ঠিক কী করেন, এমনটাই করে দেখালেন তিনি। আর তাঁর অভিনয় দেখে গৌরব চট্টোপাধ্যায় থেকে ইমন চক্রবর্তী সকলেই হাসতে ব্যস্ত।

Mimi Chakraborty Anindya Chatterjee