Advertisment
Presenting Partner
Desktop GIF

কলকাতার রাস্তায় বেরলেই বিপদ! উৎকৃষ্ট বুলি আওড়াচ্ছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়?

প্রাণের শহরে বাইরে পা রাখতেই মুশকিলে!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
anindya chatterjee, anindya chatterjee news, anindya chatterjee kolkata, anindya chatterjee tollywood, anindya chatterjee serials, অনিন্দ্য চট্টোপাধ্যায়, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

কী হল তাঁর আবার?

কলকাতার রাস্তায় বেরিয়েই বিপত্তি। অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় শহরের রাস্তায় বেরোতেই উৎকৃষ্ট মানের শব্দ আওড়াতে থাকেন? নিজের মনের কথা নিজেই জানালেন তিনি। শুটিংয়ে যান, তারপর?

Advertisment

কলকাতার কিছু এলাকার রাস্তা নিয়ে মানুষ জর্জরিত। হাঁটতে সমস্যা, গাড়িতে বসে থাকলেও সমস্যা। যেমন ভাঙ্গা গর্ত তেমনই, জমা জল সবমিলিয়ে ভয়ঙ্কর পরিস্থিতি। ভাঙ্গা রাস্তায় চলা দায়। আর কিছুদিন মাত্র পুজো। একদিকে যানজট, তাঁর সঙ্গে বৃষ্টি... রাস্তায় বেরোলেই মাথা গরম সকলের। এবার, সেই দলেই নাম লেখালেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। অভিনেতা, শহর কলকাতার হাল হকিকত বর্ণনা করলেন বেশ সোজা বাংলায়। লিখছেন...

প্রায় প্রতিদিন আমাকে তারাতলা জিঞ্জিরাবাজার পেরিয়ে শ্যুটে আসতে হয় । এখানকার রাস্তা এতই মসৃণ এবং এদিককার ট্রাফিক ম্যানেজমেন্ট এতই ভালো যে তারাতলার পরে লাস্ট ৪কিমি পথ পেরোতে পেরোতে আমি কবিতা আবৃতির মতন উৎকৃষ্ট মানের জিনিস আওড়াই । প্রতিদিন একই সমস্যায় অভিনেতা। একরকম তিতি বিরক্ত তিনি। শুধু যে লিখলেন তাই নয়, বরং বেশ কিছু ছবিও শেয়ার করলেন।

আরও পড়ুন - অন্তঃসত্বা ঋতাভরী চক্রবর্তী! প্রকাশ্যে জানালেন সঙ্গীর নাম

ভাঙ্গা চরা রাস্তা, তাতে জমা জল। সাধারণ মানুষের চলার যোগ্য আদৌ? অভিনেতার শব্দে ধরা পড়ল ক্ষোভ। শুধু তাই নয়, অভিনেতার সঙ্গে সহমত সেই এলাকা দিয়ে যাওয়া নিত্য যাত্রীরা। কেউ বললেন, চাঁদের অনুভূতি পাবেন। আবার কেউ বললেন, পুরোই পুরীর সমুদ্র। আসলে যে কী? সেটা যতক্ষণ না সেই রাস্তায় যাওয়া যায় বোঝা সম্ভব না।

উল্লেখ্য, অনিন্দ্য বর্তমানে কাজ করছেন গাঁটছড়া সিরিয়ালে। মাঝেমধ্যে তাঁকে নানা ওয়েব সিরিজেও দেখা যায়। তবে, এখন অনেকটাই ব্যস্ত সিরিয়ালের কাজে। অনেকদিন ধরেই এই সিরিয়ালের সঙ্গে জুড়েছেন তিনি। কিন্তু, শহর কলকাতার রাস্তায় যাতায়াত করতে গিয়েই মহা ফ্যাসাদে পড়েন রোজ।

Anindya Chatterjee tollywood Entertainment News
Advertisment