Advertisment
Presenting Partner
Desktop GIF

Anirban Bhattacharya-RG Kar: 'ফেসবুকে গরম গরম লিখলে সমাজের কিচ্ছু লাভ নেই...', নতুন স্ট্র্যাটেজি প্ল্যান করছেন? RG কর কান্ডে সরব অনির্বাণ

Anirban Bhattacharya: আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ঘটনার প্রতিবাদ নিয়ে কেন আওয়াজ তুললেন না? অভিনেতা জানিয়েছেন, প্রতিবাদ দিয়ে সমাজ বদলে যাবে না এমনটাই তাঁর মনে হয়েছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
anirban rg kar

কী বলছেন অনির্বাণ?

 
অভিনেতা অভিনেত্রীদের অনেকেই একসময় পথে নেমেছিলেন। তাঁরা শেষ তুলেছিলেন মেয়েদের সঙ্গে হওয়া অত্যাচার নিয়ে। আবার অবস্থান বিক্ষোভ করতেই দেখা গিয়েছে বেশ কিছু তারকাদের। কিন্তু, ভীষণ ঠোঁটকাটা অনির্বাণ ভট্টাচার্য তখন মুখে কুলুপ এঁটে বসে ছিলেন। তাঁর টিকি খুঁজে পাওয়া যায়নি।

Advertisment

অবশেষে তাঁর নতুন প্রজেক্টের জন্য আবারও তাঁকে দেখা গিয়েছে। অভিনেতা তালমার রোমিও জুলিয়েট নিয়ে দেখা দিয়েছেন সকলের সামনে। রাস্তায় বাইক র‍্যালি করতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু, এত প্রতিবাদে গলা মেলালেন না কেন? কেন চুপ করে থাকলেন তিনি? অনির্বাণ নিজের যুক্তি খাঁড়া করেছেন।

আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ঘটনার প্রতিবাদ নিয়ে কেন আওয়াজ তুললেন না? অভিনেতা জানিয়েছেন, প্রতিবাদ দিয়ে সমাজ বদলে যাবে না এমনটাই তাঁর মনে হয়েছে। তিনি বলেন...

"অনেকটা গভীরভাবে ভেবে দেখলাম যে নতুন স্ট্র্যাটেজি ভাবতে হবে। এই বদলে যাওয়া সমাজে যদি কেউ সত্যি চান যে অন্যায় অপরাধ কমবে, তাহলে আসলেই সেই নিয়ে ভাবা উচিৎ। শুধু প্রতিবাদ করে সমাজ বদলানো যাবে না।" কিন্তু, অনির্বাণ এও জানালেন যে আজ রাজনীতির ময়দানে একটা বিরোধী পক্ষ নেই বলেই সবটা তারকাদের দিকে চলে এসেছে।

অভিনেতার স্ত্রী পথে নেমেছিলেন। কিন্তু তিনি না। অনির্বাণের কথায়, "রাজনীতিতে একটা শক্তিশালী বিরোধী পক্ষ নেই বলেই তারকাদের দিকে তীর ঘুরে গিয়েছে এবং তাঁরা পথে নেমেছেন। কিন্তু, যাদের বিরুদ্ধে প্রতিবাদ তাঁরা নিজেদের কাজ করে চলেছেন।" অনির্বাণের মতামত, সমাজ মাধ্যমে গরম গরম বাণী দিলে লাভের লাভ কিছুই হবে না। মার্ক জুকারবার্গ লাভবান হবেন, সমাজের বদল আসবে না।"

উল্লেখ্য, অনির্বাণকে মুখ খুলতে না দেখে অনেকেই আশাহত হয়েছিলেন। তবে, যে যুক্তি তিনি দেখিয়েছেন আদৌ লাভ হবে কি?

tollywood anirban bhattacharya tollywood news
Advertisment