Dev-Anirban Bhattacharya: ভুলভাল বলে ফেলেন? রঘু ডাকাতের মঞ্চে দেবকে নিয়ে অনির্বাণের জরুরি বক্তব্য..

Dev-Anirban Bhattacharya: কিন্তু অনির্বাণ আরও যা যা বললেন সেখানে তিনি দেবকেই বেশিরভাগ ক্রেডিট দিলেন। অনির্বাণের নতুন নাম, পাওয়ার স্টার। আর কী কী বললেন?

Dev-Anirban Bhattacharya: কিন্তু অনির্বাণ আরও যা যা বললেন সেখানে তিনি দেবকেই বেশিরভাগ ক্রেডিট দিলেন। অনির্বাণের নতুন নাম, পাওয়ার স্টার। আর কী কী বললেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
anirban

আর কী কী বলেন অনির্বাণ?

দেব মানেই বাংলার মেগাস্টার। তাঁর সঙ্গে সঙ্গে সকলের স্বপ্ন দেখার স্পর্ধা তিনি। তাই তো তাঁর তুলনা তিনি নিজেই। দেব নিজের রেকর্ড নিজেই ভাঙেন। আজ কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে রঘু ডাকাতের ট্রেলার লঞ্চ উপলক্ষে হাজির ছিলেন অনেকেই। সারা বাংলার অনেক স্টারদের দেখা গেল সেখানে। জুবিনকে শ্রদ্ধা দিয়েই শুরু হল অনুষ্ঠান। 

Advertisment

স্টেজে আসলেন ইধিকা। এবং নেচে কাঁপিয়ে দিলেন তিনি। কিন্তু অনির্বাণ আরও যা যা বললেন সেখানে তিনি দেবকেই বেশিরভাগ ক্রেডিট দিলেন। অনির্বাণের নতুন নাম, পাওয়ার স্টার। আর এই নাম দেব নিজেই তাঁকে দিয়েছেন। মেগাস্টারের থেকে এমন সুন্দর ডাক-নাম পেয়ে যেন কৃতজ্ঞ অনির্বাণ। তাঁকে বলতে শোনা গেল

আমি এই মঞ্চে দাঁড়িয়েই বলতে চাই দেবকে ধন্যবাদ। তিনি আমার থেকে সিনিয়র হয়েও আমায় যে এত সম্মান দিচ্ছেন। ওকে আমি ভালবাসা জানালাম আমায় এত সম্মান দেওয়ার জন্য। আমার চরিত্রটা একদম ভিলেনের। যদিও এই মঞ্চে দাঁড়িয়ে বেশ মজা করতে দেখা গেল তাঁকে। নিজের শেষ বিতর্ক থেকে শুরু করে, সব কিছু নিয়েই মজা করলেন তিনি। 

Advertisment

মঞ্চে তাঁকে দেখেই বেশিরভাগের বক্তব্য, ভাই ভাই। কিছুদিন আগেই ভাই ভাই উল্লেখ করেই তিন রাজনৈতিক নেতাকে তিনি মিমিক করে অনেক কিছুই বলেন। সেই প্রসঙ্গ উঠতেই অনির্বাণ বলেন, "ভাই রে! এখানে আর ভাই বলো না। কারণ, এখানে অনেক দাদারা আছে, চাপ হয়ে যেতে পারে।" 

প্রসঙ্গে অনির্বাণ যে নিজে খুব চাপে থাকেন, সেটা জানিয়ে দিলেন তিনি নিজেই। তাই তো, সুযোগ পেয়েই তিনি সেখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজলেন। এবং তাঁকে এও বলতে শোনা গেল, "আমি জেনে বুঝে ভুল ভাল ফাঁদে পা দিয়ে দি।" 

anirban bhattacharya Dev