গোটা দেশে তো বটেই, 'পাঠান' নিয়ে বাংলার অন্দরেও কম ঝড় ওঠেনি। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খানের সিনেমার জন্যই কিনা নিজের রাজ্যে ব্রাত্য হতে হয়েছে বাংলা ছবিকে। যার বিরুদ্ধে টলিউডের প্রযোজক-পরিচালকদের একাংশ একজোটও হয়েছেন। কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য, অতনু রায়রা ইতিমধ্যেই হুঙ্কার ছেড়েছেন যে, "বলিউডের এই দাদাগিরি সহ্য করা যাবে না..।" সেখানে 'পাঠান' উন্মাদনায় উচ্ছ্বসিত অনির্বাণ ভট্টাচার্য।
অনির্বাণ ভট্টাচার্য বললেন, "শাহরুখ খান সম্ভবত ভারতের শেষ সুপারস্টার। ৪০ বছর পর ফিরলেও ওঁর সিনেমা হিট করবে। মানে শাহরুখকে নিয়ে যে উন্মাদনা, তা সত্যিই অভাবনীয়।" প্রসঙ্গত, অনির্বাণের স্ত্রী মধুরিমা শাহরুখের অন্ধ ভক্ত। 'মিথ্যে প্রেমের গান' নিয়ে এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারের সময়ে একথাই জানান অনির্বাণ ভট্টাচার্য।
<আরও পড়ুন: ‘বাংলা সিনেমার পাশে দাঁড়ান..’, বলতেই ইউটিউবারকে কড়া ধমক অনির্বাণের>
প্রসঙ্গত, ৯ দিনেই ৭০০ কোটির ক্লাবে 'পাঠান'। বছর চারেক বাদে পর্দায় প্রত্যাবর্তন করেও বলিউডের ব্যবসার গ্রাফ পরিবর্তন করে দিয়েছেন শাহরুখ খান। বলা ভাল, অতিমারী উত্তর পর্বে ডুবতে থাকা বলিউডের হাল ধরেছেন একাই ৫৭ বছরের মানুষটি। বয়কট-বিতর্ককে ছাপিয়ে বক্সঅফিসে একের পর এক রেকর্ড ভেঙে চুরমার করে দিচ্ছে 'পাঠান'।
তবে বাংলার পরিচালক-প্রযোজকদের মনে এই সিনেমা নিয়ে ক্ষোভ জন্মেছে, কারণ 'পাঠান'-এর জন্যই কোণঠাসা হয়েছে বাংলা সিনেমা। হলে স্লট পাচ্ছে না কিংবা বাংলা সিনেমাকে উঠিয়ে শাহরুখের ছবিকে জায়গা করে দেওয়ার বিরুদ্ধে একজোট হয়েছে বাংলা ইন্ডাস্ট্রির একাংশ। সেখানে অনির্বাণ ভট্টাচার্য পাঠান শাহরুখ খানের এমন ধুন্ধুমার প্রত্যাবর্তনে বেজায় খুশি।