scorecardresearch

‘বাংলা সিনেমার পাশে দাঁড়ান..’, বলতেই ইউটিউবারকে কড়া ধমক অনির্বাণের

কেন ধমকালেন অনির্বাণ ভট্টাচার্য?

Anirban Bhattacharya, Mitthye Premer Gaan, Bengali cinema, jhilam gupta, অনির্বাণ ভট্টাচার্য, মিথ্যে প্রেমের গান, ঝিলাম গুপ্তা, বাংলা সিনেমা, টলিউডের খবর
আসছে অনির্বাণ ভট্টাচার্যের 'মিথ্যে প্রেমের গান'

বাংলা সিনেমার সুদিন আর দুর্দিন… এই নিয়ে চর্চার অন্ত নেই। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই লম্বা হ্যাজ নামিয়ে প্রতিবাদী রব ওঠে! বাংলা সিনেমা পাশে দাঁড়ান- এমন কাতর আর্জিরও অন্ত নেই। সম্প্রতি ‘পাঠান’ ঝড়ে কোণঠাসা বাংলা সিনেমা। রমরমিয়ে ব্যবসা করা সত্ত্বেও কিংবা সিনে সমালোচকরা মার্কশিটে ভাল নম্বর দিলেও ‘হালে পানি’ পাচ্ছে না বাংলা ছবি। এককথায়, স্লট পাচ্ছে না। এসবের মাঝেই মুক্তি পাচ্ছে অনির্বাণ ভট্টাচার্যের ‘মিথ্যে প্রেমের গান’।

সেই সিনেমার প্রচারে এক ইউটিউবারের মুখোমুখি হন অভিনেতা-পরিচালক অনির্বাণ। তিনি ঝিলাম গুপ্তা। বেশ জনপ্রিয় নেটদুনিয়ায়। ঝিলামকেই অনির্বাণের উদ্দেশে বলতে শোনা যায় যে, ‘বাংলা সিনেমার পাশে দাঁড়ান..’ সেকথা শুনে ধমক দিয়ে অভিনেতা বলেন, ‘একদম চুপ! চুপ করে বোসো এখানে।’

এযাবৎকাল পড়ে অনির্বাণের কথা রূঢ় মনে হলেও আসলে তেমনটা নয়। রসিকতা করেই ‘মিথ্যে প্রেমের গান’ ছবির প্রচারের জন্য এমন ভিডিও শুট করা। যে সিনেমায় অনির্বাণ ভট্টাচার্যের বিপরীতে অভিনয় করেছেন ইশা সাহা। রয়েছেন অর্জুন চক্রবর্তীও। ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে রি লিজ করছে ‘মিথ্যে প্রেমের গান’। তার আগেই জোরকদমে সিনেমার প্রচার চালাচ্ছেন অভিনেতা।

[আরও পড়ুন: খান সাম্রাজ্যে বাদশাই ‘কিং’! সলমন-আমিরের রেকর্ড ভাঙছেন শাহরুখ]

সিনেমার পয়লা ঝলক দেখে ইতিমধ্যেই অনেকে ২০১১ সালের বলিউড ছবি রকস্টার-এর সঙ্গে গল্পের মিল খুঁজে পেয়েছেন। প্রেমিকাকে হারিয়ে জনপ্রিয় গায়ক হওয়ার স্বপ্নপূরণ হয় নায়কের। অনির্বাণের ‘মিথ্যে প্রেমের গান’-এও সেরকমই এক ধাঁচ রয়েছে। মনখারাপ-ই তাঁর কণ্ঠে সুর নিয়ে আসে। সদ্য মুক্তি পাওয়া টিজারের গানেও সেই বেদনা ফুটে ওঠে অনির্বাণ ভট্টাচার্যের কণ্ঠে।

তবে ‘বাংলা সিনেমা পাশে দাঁড়ান’ এমন আর্জি মানতে আগাগোড়াই নারাজ অনির্বাণ ভট্টাচার্য। এর আগে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার এক সাক্ষাৎকারে অভিনেতা-পরিচালক বলেছিলেন, কন্টেন্ট ভাল হলে লোক এমনিই হলে সিনেমা দেখতে আসবে। তাছাড়া, বলিউড কিংবা দক্ষিণী ইন্ডাস্ট্রির সঙ্গে টলিউডের তুলনা চলে না। ওখানে সব বিগ বাজেটে সিনেমা, আর বাংলায় খুব কম টাকায় ছবি তৈরি হয়।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Anirban bhattacharya reacts as jhilam gupta urges to stand with bengali cinema