Advertisment
Presenting Partner
Desktop GIF

ফের হইচই-এর পর্দায় অবতরণ 'ব্যোমকেশ' অনির্বাণের, প্রকাশ্যে রোমাঞ্চকর ট্রেলার

'ব্যোমকেশ' সিরিজের ষষ্ঠ পর্বের প্রেক্ষাপট 'মগ্ন মৈনাক'। কবে মুক্তি পাচ্ছে জানুন।

author-image
IE Bangla Web Desk
New Update
byomkesh

হইচইয়ে ফিরছে 'ব্যোমকেশ' (Byomkesh)। নতুন বছরের শুরুতেই আবারও সত্যান্বেষীর ভূমিকায় ধরা দিতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। সদ্য প্রকাশ্যে এসেছে 'ব্যোমকেশ' সিরিজের ষষ্ঠ পর্ব। এবারের প্রেক্ষাপট 'মগ্ন মৈনাক'। যে কাহিনির পটভূমি স্বাধীনোত্তর পর্ব। সাতের দশকের অশান্ত সময়। মুক্তিযুদ্ধ, শরনার্থী সমস্যা- গোটা বাংলা তখন জ্বলছে। রাজনৈতিক অরাজকতাও তুঙ্গে। ঠিক এই সময়েই কলকাতার এক বনেদি ব্যবসায়ী পরিবারে মৃত্যু ঘটে এক আশ্রিতার। সেটা কি আদতেও খুন না স্বাভাবিক মৃত্যু? সেই রহস্য উন্মোচনের জন্যই ডাক পড়ে সত্যান্বেষী ব্যোমকেশের। এবারের ব্যোমকেশ-এর প্রেক্ষাপট শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা 'মগ্নমৈনাক'। সম্প্রতি সেই ওয়েব সিরিজের ট্রেলারই মুক্তি পেয়েছে।

Advertisment

এই গল্পে মিশে রয়েছে দেশদ্রোহিতার গন্ধ। সন্তোষ সমাদ্দারের বাড়ির আশ্রিতা হেনা মল্লিক। অথচ সে সন্তোষবাবুর কেউ হয় না। লতায়-পাতায় আত্মীয়ও নয়। কিন্তু বাড়ির লোক যা সুবিধা পায় না, সেই সুবিধা ভোগ করে এই হেনা। এই অতীব সুন্দর রমণী হঠাৎই একদিন ছাদ থেকে পড়ে মারা যায়। রহস্যোদঘাটনের কাজে নেমে পড়েন ব্যোমকেশ। সঙ্গে তাঁর চিরন্তন সঙ্গী অজিত। তদন্তে করতে গিয়ে জানা যায় বাড়ির দুই ছেলে যুগল আর উদয়ের নজর ছিল হেনার দিকে। সন্তোষবাবুর সেক্রেটারি রবি বর্মাও সন্দেহের বাইরে ছিল না। কে দায়ী হেনা মল্লিকের মৃত্যুর জন্য? সেই প্রশ্নেরই উত্তর খুঁজবেন 'ব্যোমকেশ' অনির্বাণ ভট্টাচার্য।

পরিচালকের আসনে সেই সৌমিক হালদার। অজিতের ভূমিকায় ধরা দেবেন সুপ্রভাত দাস। হিনা মল্লিকের চরিত্রে দেখা যাবে দর্শনা বণিককে এবং সত্যবতীর ভূমিকায় রয়েছেন ঋদ্ধিমা। যদিও আসল গল্পে সত্যবতীর চরিত্রের উল্লেখ নেই। তবে, ওয়েব সিরিজের স্বার্থে পরিচালক সত্যবতী চরিত্রটিকে রেখেছেন। ৮ জানুয়ারি অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে 'ব্যোমকেশ'-এর ষষ্ঠ পর্ব।

anirban bhattacharya
Advertisment