New Update
/indian-express-bangla/media/media_files/2024/11/01/beBalKHAqHKgfbFcqOiG.jpg)
Anirban Bhattacharya Trolled- এখন রাস্তায় নেমে ট্রোল অনির্বাণ...
Anirban Bhattacharya Trolled: আরজি কর প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন তাঁর স্ত্রী। কিন্তু তিনি কোথায় ছিলেন, কেউ খুঁজে পাননি। অত্যন্ত যুক্তিবাদী সত্যের পথ অনুসরণকারী ব্যক্তি অনির্বাণকে অনেকেই আশা করেছিলেন প্রতিবাদে, আর আজ…
Anirban Bhattacharya Trolled- এখন রাস্তায় নেমে ট্রোল অনির্বাণ...
Anirban Bhattacharya Trolled: অনির্বাণ ভট্টাচার্য ফের রোষানলে। যদিও বা বহুদিন ধরে মানুষ তাঁর ওপর বেশ ক্ষুব্ধ। কারণ, আরজি কর প্রসঙ্গে যখন গোটা টলিপাড়া সরব হয়েছিলেন, তখন অনির্বাণের টিকি খুঁজেও পাওয়া যায়নি।
সেদিন, ছবির প্রিমিয়ারে ক্যামেরা দেখেই পালিয়ে যান অভিনেতা। আরজি কর প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন তাঁর স্ত্রী। কিন্তু তিনি কোথায় ছিলেন, কেউ খুঁজে পাননি। অত্যন্ত যুক্তিবাদী সত্যের পথ অনুসরণকারী ব্যক্তি অনির্বাণকে অনেকেই আশা করেছিলেন প্রতিবাদে। কিন্তু, তিনি নিশ্চুপ ছিলেন। টু শব্দ অবধি করতে দেখা যায়নি।
আর, আজ যখন ফের একবার তাঁর নতুন সিরিজের রিলিজ, তিনি সকলের সামনে এলেন। তালমার রোমিও জুলিয়েটকে নিয়ে পর্দায় ফিরছেন অভিনেতা। সেই সিরিজ পরিচালনাও করেছেন তিনি। আর এবার, তাঁকে দেখা গেল হেলমেট ছাড়া বাইক চালিয়ে সিরিজের প্রমোশন করতে। সেই দেখেই রে রে করে উঠল জনগণ।
একেই তাঁর ওপর চাপা ক্ষোভ, তাঁর মধ্যে আইন অমান্য করে যেভাবে মাথায় হেলমেট না পরে তিনি বাইক চালালেন তাতে অনেকেই আরও তির্যক মন্তব্য করলেন। বারাসাতের রাস্তায় মানুষের ঢল নামে এসময়। কারণ, সেখানে কালীপুজো বিখ্যাত। সেই রাস্তায় ১০০ বাইক নিয়ে র্যালি করেন অনির্বাণ। সঙ্গে তাঁর নতুন সিরিজের জুটি। এসব দেখেই কেউ কেউ বলেন...
"হঠাৎ? রাস্তায় কী মনে করে দাদা?" আবার কেউ বলেন, "একি! কোন দিক দিয়ে উদয় হলেন?" আবার কেউ কেউ আইনের পাঠ পড়িয়ে একথাও বললেন, "হেলমেট কোথায়? আপনারা নাকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স করেন?" কারওর কথায়, "হেলমেট লাগে না? হেলমেট পরে র্যালী করলে কি পুলিশ চালান কাটবে?" কেউ বললেন, "বাহ! দেশের আইন কানুন সব তো ধা এদের জন্য!"