New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/anirban.jpg)
অনির্বাণের বিবাহ-বিচ্ছেদ
কী হতে চলেছে অনির্বাণের জীবনে?
অনির্বাণের বিবাহ-বিচ্ছেদ
তারকা বলে কি তাদের ব্যক্তিগত জীবন বলে কিছু নয়? নাকি তাদের কাছের মানুষদের নিয়ে আলোচনা করার অধিকার সকলের আছে? অন্তত, সেই ক্ষেত্রে একেবারেই সকল বেঁধে রেখেছেন অনির্বাণ ভট্টাচার্য। অভিনেতার বিয়ের আগে হোক বা পরে, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা তাঁর একদম পছন্দ না।
দশম অবতার রিলিজ করেছে। ইন্সপেক্টর পোদ্দার দারুণ প্রশংসা পেয়েছেন। তাই নয়, প্রবীর পোদ্দার জুটি বেশ মনে ধরেছে দর্শকদের। কিন্তু, সিনেমাটিক সাফল্য এলেও অনির্বাণের ব্যাক্তিগত জীবনে নাকি দারুণ জ্বর। কারণ, তাঁর বৈবাহিক সম্পর্ক নাকি সঠিক দিকে এগোচ্ছে না। ২০২০ সালে প্রেমিকা মধুরিমার সঙ্গে তাঁর বিয়ে হয়। তারপর থেকেই বেশিরভাগের দাবি ছিল এমনই যে সুদর্শন অনির্বাণের পাশে তিনি একদম বেমানান। এসমস্ত শুনতে শুনতে একসময় তিতিবিরক্ত হয়ে গিয়েছিলেন অনির্বাণ।
একসঙ্গে থাকা, বিবাহের অর্থ হল মনের মিলন... বারবার একথাই বলেছিলেন তিনি। কিন্তু, আজ বছর তিনেক পরে টলিপাড়ার অন্দরে গুঞ্জন এমনই যে তিনি নাকি তাঁর বৈবাহিক সম্পর্কের ইতি ঘটাচ্ছেন? প্রসঙ্গে অনির্বাণ এখনই মুখ খুলতে নারাজ। তাঁর কথায়..
বিচ্ছেদ নিয়ে এখন কিছুই বলতে চাই না। কারণ এটা আমার ব্যাক্তিগত বিষয় এবং আমার সঙ্গে জড়িয়ে থাকা একজন মানুষের বিষয়। অন্তর থেকে বলছি, এটা হোক বা না হোক কিংবা যাই হোক, আমি চাই এটা ব্যাক্তিগত স্তরে যেন সমাধান হয়ে যায়। অনির্বাণ ভট্টাচার্য একসময় থিয়েটারের মঞ্চ কাঁপিয়েছেন। এখনও দেখা যায় নাটকের মঞ্চে। সেখান থেকেই আলাপ মধুরিমার সঙ্গে।
অনির্বাণের বিচ্ছেদের কারণ কী? অন্য কোনও সম্পর্ক নাকি? অনির্বাণের কথায়, "কারওর সঙ্গে অভব্য আচরণ করতে চাই না। তবে যাদের নাম জড়িয়ে গিয়েছে তাঁদের যাতে একটি হলেও কষ্ট - অভিমান কম করা যায় সেটাই চেষ্টা করব।"