/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/anjan.jpg)
Tollywood- অঞ্জনের মনের কথা প্রকাশ পেল অবশেষেঃ ছবি-ইনস্টা
Anjan Dutta In Bangladesh: তিনি একাধারে অভিনেতা, সুরকার, গীতিকার এবং পরিচালক ও। অঞ্জন দত্ত, তাঁর কেরিয়ারে অনেক কিছু করেছেন। শুরুটা হয়েছিল, অনেক বছর আগে। থিয়েটারের প্রতি ঝোঁক ছিল প্রবল। কিন্তু...তিনি একসময় মৃণাল সেনের অনুরোধেই বাংলা সিনেমার দিকে পা বাড়িয়েছিলেন।
গতকাল তিনি বাংলাদেশে গিয়েছিলেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নানা প্রশ্নের উত্তর দিলেন। অভিনেতা কিছুদিন আগেই 'পালান' ( Palan ) ছবির মাধ্যমে প্রশংসা পেয়েছেন। নিজের জন্মদিনের ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেছিলেন, ৮০এর দশকে তিনি অনেক এমন স্ক্রিপ্ট পেয়েছিলেন, যেগুলি করতে তার মন চায়নি। বরং দারুণ খেলো লেগেছিল। কিন্তু কারণ কী?
আরও পড়ুন - Anupam Roy: হরিদ্বারে বাবামায়ের অন্ধবিশ্বাসে বলি এক শিশু, মুক্তি-যুক্তির ভিড়ে মর্মাহত অনুপম রায়
৮০ এর দশকের শুরুর দিকে তাঁর কাজের প্রতি সেইভাবে কোনও আগ্রহই ছিল না পরিচালকদের। বরং, যেসকল আর্ট ডিরেক্টররা ছিলেন, তারাই যেন অল্পস্বল্প আলোচনা করতেন অঞ্জন দত্তকে ( Anjan Dutta ) নিয়ে। গতকাল এই নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে, শিল্পী বলেন, "আমি জানতাম আমায় এইসব চরিত্রে মানাবে না। এসব কাজ করার থেকে অন্য কিছু করা ভাল।"
আরও যোগ করলেন, "অবাস্তব কোনও চরিত্র বা বিষয়ে অভিনয় করার থেকে দুটো গান লিখে রোজগার করা ভাল। আর পরে দেখলাম মৃণালদা ( Mrinal Sen ), অন্যান্যরা বললেন যে ভাল হয়েছে গান গুলো। কাজেই, আমি সবসময় টুইস্ট রাখতাম। যদি, দেখতাম গান ভাল হচ্ছে না, তাহলে আমি অভিনয়ে ঢুকে যেতাম। আবার যদি দেখতাম অভিনয় ভাল হচ্ছে না তো গান! সিনেমা বানানোর ভাল পয়সা দিচ্ছে না, ভাবলাম বাংলাদেশে গিয়ে একটু গান করি। তাই, এসব নিয়েই ভাল কিছু করতে চেয়েছিলাম।"
প্রসঙ্গত, শিল্পী অভিনেতার 'চালচিত্র এখন' রমরমিয়ে চলছে। বাংলাদশের বহু মানুষ পছন্দ করেছেন এই ছবি। আর এই বাংলায় কিছুদিন আগেই কৌশিক গঙ্গোপাধ্যায় এর সঙ্গে 'পালান' ছবিতে কাজ। মৃণাল সেনের 'খারিজে'র সূত্র ধরেই এই ছবির সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। দুজনের পার্থক্য নির্দেশ করতেও শিল্পী বলেন, "মৃণাল দার সঙ্গে তুলনা হয় না। তবে, কৌশিক ( Kaushik Ganguly ) নিজের মতো করে চেষ্টা করেছে, আর আমার স্ক্রিপ্ট ভাল লেগেছিল। সেই কারণেই আমি রাজি হয়ে যাই।"