Advertisment

'প্রিয় বন্ধু আবার', বাইশ বছর পর ফিরছে অর্ণব জয়িতা

শ্রুতিনাটক এমন একটা জিনিস যেটা আপনি রেডিও তে শুনছেন বা কোনও অডিও সিডিতে শুনছেন| তাই অনলাইনে শ্রুতি নাটকটা ওয়ার্ক করতে পারে বলে আমার মনে হল|

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নব্বইয়ের দশকের অনুরাগীদের নস্টালজিয়ার প্রাঙ্গণে নিয়ে যাবেন অঞ্জন দত্ত। ২২ বছর পরে জনপ্রিয় শ্রুতিনাটক 'প্রিয় বন্ধু' নিয়ে ফিরে আসছেন তিনি। নাম 'প্রিয় বন্ধু আবার'।

Advertisment

শ্রুতিনাটক 'প্রিয় বন্ধু' যে কতটা জনপ্রিয় ছিল তা বলার বাকি রাখে না। মন জুড়ে ছিল শুধু দু'টি চরিত্র, অর্ণব ও জয়িতা। তাঁদের সেই প্রেমের গল্প, যা ভোলার নয়। কিন্তু এখন তারা কেমন আছেন? টিনেজার সময় পেরিয়ে এখন তারা কোথায়। কোন পরিচয়ে তারা রয়েছে। তা জানাতেই আসছেন অঞ্জন দত্ত।

publive-image ২২ বছর পর

ঠিক কী মনে করে বাইশ বছর পর অর্ণব আর জয়িতাকে নিয়ে প্রকাশ্যে আসছেন অঞ্জন দত্ত? "এই লকডাউনের সময় কার্পে ডিয়েম এর সমর্পিতা, বিপ্রতীম, সোমনাথ ও তাঁদের দল যখন আমার সঙ্গে যোগাযোগ করল,যে বাড়ি থেকে অনুষ্ঠান করতে হবে, তখন আমার মনে হল যে এমন কিছু একটা করতে হবে বাড়ি থেকে যেটা শুধু বাড়ি থেকেই হতে পারে| অর্থাৎ যেটা আমি বাড়ি থেকে শুনছি, আপনারা বাড়ি বসে শুনছেন; সেটা গানের অনুষ্ঠান হতে পারে, অনেকেই গানের অনুষ্ঠান করছেন| কিন্তু অনুষ্ঠানগুলো ইন্টিমেট হতে হবে, যেটা মঞ্চে করা যাবে না।আর তার সঙ্গে যেটা বাড়ি থেকে এবং অনলাইনে ওয়ার্ক করবে| এটা ভাবতে ভাবতে আমার শ্রুতিনাটকের কথা মনে এল| শ্রুতিনাটক এমন একটা জিনিস যেটা আপনি রেডিও তে শুনছেন বা কোনও অডিও সিডিতে শুনছেন| তাই অনলাইনে শ্রুতি নাটকটা ওয়ার্ক করতে পারে বলে আমার মনে হল|'

Anjan Dutt
Advertisment