'পাঠান'-এর জেরে কোণঠাসা বাংলা সিনেমা। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান। সেখানে তাঁর সিনেমার জন্য বাংলায় কিনা বাংলা ছবি-ই ব্রাত্য? হজম করতে পারছেন না টলিপাড়ার পরিচালক, প্রযোজকরা। অতঃপর প্রতিবাদও করছেন। কৌশিক গঙ্গোপাধ্যায়, অতনু রায়চৌধুরির মতো অনেকেই মুখ খুলেছেন। এবার কোণঠাসা বাংলা সিনেমার হয়ে সুর চড়ালেন অঞ্জন দত্ত।
প্রসঙ্গত, 'পাঠান' প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস-এর তরফে কড়া নির্দেশ এসেছে, যে সমস্ত হলে পাঠান চলবে, সেখানকার সবকটা শো-ই দিতে হবে, অন্য কোনও সিনেমা চালানো যাবে না। মূলত কোনও আঞ্চলিক ভাষার সিনেমা চলবে না। যার জেরে লোকসানের ভয়ে হল মালিকেরাও বাংলা সিনেমা উঠিয়ে 'পাঠান' চালাতে বাধ্য হচ্ছে। যার বিরুদ্ধে একজোট হয়েছে টলিউড ইন্ডাস্ট্রির একাংশ।
একেবারে সোজাসাপটা ভাষাতেই অঞ্জন বললেন, "বাংলা ছাড়া অন্য কোনও রাজ্যে এটা করতে পারবে না। এটা অত্যন্ত লজ্জার বিষয় যে, একটা সুপারস্টারের সিনেমার জন্য বাংলা সিনেমাগুলোকে হল থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে। নিজেদের শক্তি প্রদর্শন করার জন্য। আমি নিশ্চিত যে, আমাদের দেশের আর কোনও রাজ্যে এটা সম্ভব নয়। ব্লকবাস্টার হিন্দি সিনেমাগুলোর জন্য এরাজ্যে এটা একটা নিত্তনৈমিত্তিক ব্যপার হয়ে দাঁড়িয়েছে। খুব লজ্জার!"
<আরও পড়ুন: ‘বলিউড, পাঠান-এর দাদাগিরি সহ্য করব না..!’, হল না পেয়ে হুঙ্কার কৌশিক-সাহেবের>
"আমি কোনও পরিচালক, প্রযোজকের হয়ে বলছি না। আমি বলছি শুধুমাত্র আমার সহকর্মীদর হয়ে, যাঁরা আমার মতোই বাংলায় সিনেমা বানান", যোগ করলেন অঞ্জন দত্ত। পাশাপাশি দর্শকদের উদ্দেশে পরিচালক-গায়কের মন্তব্য, "যদি কারও বাংলা ফিল্ম দেখতে ইচ্ছে করে, যদি সত্যিই দেখতে ইচ্ছে করে, তাহলে দয়া করে, একটু কষ্ট করে, সেই ছবিগুলো যে সময়, যে হলে চলছে, সেই শো-তেই দেখে নেবেন। এক সপ্তাহ এই কষ্টটুকু করুন। হয়তো একটা দুটো ভাল ফিল্ম আবার নিজের জায়গা খুঁজে পাবে।"
প্রসঙ্গত দিন দুয়েক আগেই হুঙ্কার ছুঁড়েছিলেন 'সিনেমাওয়ালা' কৌশিক গঙ্গোপাধ্যায় ও অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। কৌশিক বলেন, “মুম্বইয়ের ডিস্ট্রিবিউটররা হুলিয়া জারি করে হলের সমস্ত শোয়ের স্লট দখল করে নিচ্ছে। যার পরিণাম ভুগতে হচ্ছে বাংলা সিনেমাকে। প্রসাশনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া। পাঠান-এর মতো সিনেমা সারা দেশে ১০ হাজার হল পেতে পারে। কিন্তু বাংলা সিনেমা মোটে ৪০ থেকে ৫০টা হল পায়। সেটাও যদি দখল হয়ে যায়, তাহলে বাংলার পরিচালক-প্রযোজকরা কি রেঙ্গুন বা বেজিংয়ে গিয়ে সিনেমা দেখাবে?”