Ankita Bangladeshi song - কী গাইলেন অঙ্কিতা যে এত বিবাদ? / ইনস্টা
Ankita Bhattacaryya Bangladesh: ভারত বাংলাদেশ বিতর্ক লেগেই থাকে। নানা ঘটনা নিয়ে তাদের মধ্যে বাদানুবাদ কোনও নতুন বিষয়ে লেগেই থাকে। আর এবার, গান নিয়ে শুরু হয়েছে ঝগড়া।
Advertisment
সঙ্গীত শিল্পী অঙ্কিতা ভট্টাচার্য। যিনি বলিউড এবং টলিউড দুই পাড়াতেই বিখ্যাত। তাঁর সঙ্গীতের চর্চা লেগেই থাকে। মায়ের সঙ্গে সঙ্গে তিনিও বিখ্যাত হয়েছেন। একের পর এক শোয়ে মন মাতিয়েছেন তিনি। আর এবার, নিজের গাওয়া কমলায় নৃত্য করে নিয়েই পড়েছেন ফ্যাসাদে। কেন? সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি এই গানকে নিজের বলে দাবি করেন।
কী এমন বললেন তিনি যে বিতর্ক?
Advertisment
অঙ্কিতা, গান গাইতে উঠেছিলেন স্টেজে। তিনি, বলেন.. এই গানটি খুব বিখ্যাত হয়। কারণ, ঋতাভরী এই গানে নাচ করেন। দ্বিতীয়, কাতার বিশ্বকাপে এই গান বাজে। কমলায় নৃত্য করে গানকে নিজের গান বলতেই রেগে গেলেন বাংলাদেশীরা। তাঁদের ছোটবেলা থেকে গাওয়া এই গানকে কেন নিজের বলে দাবি করবেন তিনি?
কী বলছেন বাংলাদেশের মানুষরা?
তাদের কথায়, বাংলাদেশের গানকে চুরি করে তিনি নিজের নামে চালাবেন। কেউ বললেন, এই গান আমরা ছোট থেকে গেয়ে বড় হয়েছি। ওনার গান কেন, কবে থেকে? আবার কেউ বললেন, এটা আমাদের অনুভূতির সঙ্গে মিশে থাকা গান! উনি নিজের গান কেন বলছেন? আবার কেউ বললেন, সিলেটের এই গান বিখ্যাত! আবার কারওর কথায়, ভারতের মানুষেরা নিজের জিনিসে সন্তুষ্ট না। ওদের রুজি রুটি চলে বাংলাদেশের মেরে।
কার গান 'কমলায় নৃত্য করে..'? ( Who Sang The original song )
বাংলাদেশের সিলেটের শাহ আবদুল করিমের গান এটি। এই গান গেয়েছেন অনেক মানুষ। তেমনই অঙ্কিতা নিজেও এই গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন। তবে, বিতর্ক বেঁধেছে মারাত্মক মাত্রায়।