ছয় বছর পর, এখন বরের ব্যবসা সামলানোর ইচ্ছে হয়েছে অঙ্কিতার ( Ankita Lokhande )! প্রকাশ্যেই এনেছেন সেকথা। একের পর এক প্রজেক্ট সাইন করার পরেও বরের ব্যবসা দেখাও তাঁর আরেকটি ইচ্ছে, বললেন অঙ্কিতা।
Advertisment
বিগ বসের পর থেকেই তারা আলোচনায়। শুধু তাই নয়, দুজনের মধ্যে সম্পর্ক যে পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়েছিল তাতে করে, অনেকেই আন্দাজ করেছিলেন এই বুঝি ডিভোর্স হয় হয়। কিন্তু সেসব পুরোনো ঘটনা। বরং, দিব্যি সুখে সংসার করছেন দুজনে। রিলিজ করতে চলেছে তাদের নতুন মিউজিক ভিডিও। আর আজ সকাল হতেই নিজেদের ছয় বছরের হিসেবে নিকেশ জাহির করলেন তাঁরা।
ফুল দিয়ে সাজানো খাট, কেক কাটলেন দুজনে। বছর ছয় আগে এদিনেই তাদের দেখা হয়েছিল। শুধু তাই নয়, সেসব মুহূর্তের কথা শেয়ার করে তারা লিখলেন.. "শেষ রাতে আমরা ছয় বছরের জার্নি সেলিব্রেট করলাম। আমাদের দেখা হল, আমরা প্রেম করলাম। আমরা জানি না কিভাবে জীবনের এমন মুহূর্তে এসে দাঁড়ালাম। কিন্তু, এই ভালবাসাটা বেশ ভাল লাগছে আমাদের।"
Advertisment
অন্যদিকে, এতবছর পর বরের ব্যবসার দিকে নজর পড়েছে তাঁর। প্রকাশ্যে নিজের কাজ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, বরের ব্যবসায় ঢুকব এবার। কিন্তু, ভিকি হেসে গড়ালেন। বললেন, আরেহ! ও তো এটাই বলবে আমি যেন মজদুরের কাজ করব, আমি এখানেই ঠিক আছি। কিন্তু অঙ্কিতার সাফ জবাব, "আমি মনে করি আমার সেখানে যাওয়া উচিত না। কারণ, আমি একজন অভিনেত্রী, ওসব বুঝি না।"
উল্লেখ্য, সম্প্রতি বীর সভরকার ছবিতে অঙ্কিতাকে দেখা গিয়েছে। সন্দীপ সিংয়ের সিরিজে আম্রপালি হিসেবে দেখা যাবে তাঁকে। আপাতত, নতুন গানের ভিডিও নিয়েই তাঁর ব্যস্ততা।