অঙ্কিতা লোখণ্ডে এবং বিকাশ জৈন, দুজনের বিয়ের পর থেকেই নানা শোরগোল। বিশেষ করে অভিনেত্রী যখন থেকে বিগ বসের ঘরে এসেছিলেন তবে থেকেই যেন আরও চর্চায় চলে এলেন তিনি।
Advertisment
একটা সময় দাঁড়িয়ে তো, তাঁদের বিয়ে ভাঙার মত পরিস্থিতি। বাড়ীর বড়রা সম্পর্ক আরও বেশি করে অনুঘটকের কাজ করতে শুরু করেন। কিন্তু, এখন? সম্পর্ক এখন অনেকটাই সামলেছে। বরং, ডিভোর্স বিতর্কের ইতি ঘটিয়ে তারা দুজন প্রথম মিউজিক ভিডিও পর্যন্ত বের করেছেন। আর এবার তো ভিকি যে দেখালেন...
বিগ বসের ঘর থেকে ভিকি অঙ্কিতার আগেই বাদ পড়েন। তারপর থেকে, বাইরে এসে বিগ বসের অন্যান্য বাদ পড়া প্রতিযোগিদের নিয়ে নানা সময় পার্টি করেন তিনি। সেই খবর অঙ্কিতার কান অবধি পৌঁছতে তিনি বেশ দুঃখ পান। আর এখন যখন অঙ্কিতার শরীর এত খারাপ, তখন ভিকির কান্ড ঠিক কী?
Advertisment
অভিনেত্রী হাতে চোট পেয়েছেন। বউয়ের শরীর যেখানে এত খারাপ, সেখানে ভিকি বউয়ের সেবা করার পাশাপাশি আর কী কী করলেন তিনি? অঙ্কিতার চোট কী করে লাগল, সেই নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করছেন। কেউ বলছেন, ভিকিকে চড় মারতে গিয়ে লেগে গেল নাকি? আবার কেউ বলছেন, ভিকির মাকে বাড়ি থেকে বের করতে গিয়ে হাতে টান লেগেছে।
কিন্তু, এতকিছুর পরও অভিনেত্রীর সেবা করছেন তাঁর বর ভিকি। সমাজের সামনে আদর্শ স্বামী হয়ে দেখাচ্ছেন। অভিনেত্রীকে নিজে হাতে খাইয়ে দিচ্ছেন তিনি। মাঝেমধ্যে জেনে নিচ্ছেন তাঁর হাতের হাল হকিকত। কিন্তু, এই দৃশ্য দেখে বেশিরভাগ সবটাই অভিনয় বলে মনে করছেন। তাদের কথায়, এসব নাটক bigg Boss থেকেই শিখেছেন তাঁরা।