দ্বিতীয়বার বিয়ের পরই শোক, বাবার মৃত্যুতে বারবার মূর্ছা যাচ্ছেন অঙ্কিতা লোখন্ডে

বাবার শেষকৃত্যে অঙ্কিতা, শোকে কাতর অভিনেত্রী

বাবার শেষকৃত্যে অঙ্কিতা, শোকে কাতর অভিনেত্রী

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ankita lokhande tv actress father died

অঙ্কিতার কঠিন সময়

মৃত্যুর থেকে বড় সত্যি এই দুনিয়ায় বোধহয় আর কিছুই নেই। অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডের বাবা না ফেরার দেশে। শোকে বিহ্বল অভিনেত্রী।

Advertisment

কিছুদিন আগেই দ্বিতীয়বারের মতো বিয়ে করেন তিনি। স্বামী ভিকি জৈনের সঙ্গেই ফের আবার সাত জন্মের শপথ গ্রহণ করেন। সেই নিয়েও নিদারুণ চর্চা ছিল। কিন্তু, সপ্তাহ গড়াতে না গড়াতেই শোক! বাবাকে হারিয়ে মূর্ছা যাচ্ছেন অঙ্কিতা। পরিবারের সঙ্গেই শেষকৃত্যে সামিল হলেন তিনি। কেঁদে আকুল অভিনেত্রী। বাবার জন্য অপেক্ষায় যেন একটি বছরেই প্রহর পার করছেন তিনি।

মানসিক ভাবে ভেঙে পড়েছেন তিনি। তাও শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন। কেঁদে একসার, বাবার বাড়িতে পৌঁছেই যেন স্তব্ধ হয়ে গেলেন তিনি। বারবার একটা কথাই জিজ্ঞেস করতে লাগলেন, কতদূর পৌঁছেছে ওরা বাবাকে নিয়ে? শেষ সময়টুকু আরও বেশি করে বাবার কাছে থাকতে চান।

Advertisment

উল্লেখ্য, টেলিভিশন দিয়ে নিজের কর্মজীবন শুরু করলেও, ইন্ডাস্ট্রিতে বেশ কিছুদিন পরই সিনেমায় জনপ্রিয় মুখ হয়ে ওঠেন তিনি। সুশান্তের সঙ্গে সম্পর্ক, সেই নিয়েও নানা কিছু সহ্য করেছেন তিনি। অভিনয়ের সঙ্গে সঙ্গেই সংসার সামলে চলেছেন নিজের মতো করে।

bollywood Entertainment News Ankita Lokhande