/indian-express-bangla/media/media_files/2025/09/13/546525919_18180149737338020_2176245528409874010_n-2025-09-13-16-56-05.jpg)
ডুকরে কান্না
/indian-express-bangla/media/media_files/2025/09/13/546701018_18180149755338020_1304021606947802917_n-2025-09-13-16-56-28.jpg)
হাসপাতালে ভিকি
শনিবার সকালে অভিনেতা সমর্থ জুরেলের একটি ভিডিও দেখে চোখ ছানাবড়া নেটনাগরিকদের। হাসপাতালের বিছানায় শয্যাশায়ী ভিকি। হাতে ব্যাণ্ডেজ বাঁধা অবস্থায় হাসপাতালে অঙ্কিতার ব্যবসায়ী স্বামী। তবে কী কারণে হাতে ব্যাণ্ডেজ সেটা অবশ্য তখন প্রকাশ্যে আসেনি।বেলা গড়াতেই জানা গেল কী কারণে হাসপাতালে ভর্তি ভিকি।
/indian-express-bangla/media/media_files/2025/09/13/544647886_18180149746338020_6412754755960992071_n-2025-09-13-16-56-28.jpg)
মারাত্মক দুর্ঘটনার কবলে
গত তিন দিন মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন ভিকি জেইন। চলচ্চিত্র নির্মাতা সন্দীপ সিং তাঁর হাসপাতালে ভর্তির কারণ প্রকাশ্যে আনেন। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করে জানিয়েছেন, ভিকির ডান হাতে বহু কাঁচের টুকরো ঢুকে গিয়েছিল,।যার জন্য তাঁর জান হাতে ৪৫টি সেলাই পড়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/09/13/544923682_18180149728338020_7747641685803227181_n-2025-09-13-16-56-28.jpg)
বিন্দাস ভিকি
ক্যাপশনে সন্দীপ লিখেছেন, 'একটি মারাত্মক দুর্ঘটনার পর যেখানে ভিকির হাতে অনেকগুলো কাঁচের টুকরো ঢুকে যায়। ৪৫টি সেলাই পড়েছে এবং তিন দিন হাসপাতালেই রয়েছে। তবুও মনের জোর অটুট। তিনি এখনও আমাদের হাসাচ্ছেন। এমন এক অনুভূতি যেন কিছুই ঘটেনি।'
/indian-express-bangla/media/media_files/WPBP0BS45xhufBtkBjx0.jpg)
অঙ্কিতার প্রশংসায়
ভিকি ঘরনির প্রশংসা করে পরিচালক লিখেছেন, 'তুমিও একজন সুপারওম্যানের থেকে কিছু কম নয়। ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকার চ্যালেঞ্জের চিন্তা আর যত্নের মধ্যেও পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছ। তোমার স্বামীর প্রতি যে ভালোবাসা সেটাই তোমার ঢাল। তোমার সাহসই অসময়ের শক্তি।'
/indian-express-bangla/media/media_files/2025/09/13/efewew-2025-09-13-11-36-34.jpg)
ভিকি-অঙ্কিতার প্রেম
তারকা দম্পতিতে মুদ্ধ হয়ে সন্দীপ সিং লিখেছেন, 'ভাইয়া, তোমার মতো ভাল মনের মানুষ খুব কমই আছে, যাঁরা সবসময় নিঃশর্তভাবে আমাদের পরিবারের পাশে থাকে। ভিকি, অঙ্কিতা আর বিকাশ ভাইয়া তোমরা প্রকৃতঅর্থে তারকা। তোমাদের শক্তি, ভালোবাসা আর একতা আমাদের অনুপ্রাণিত করে। আমরা তোমাদের খুব ভালোবাসি। তোমাদের তিনজনকে অনেক ভালবাসা। আর কোকিলাবেন হাসপাতালের সিইও ড. সন্তোষ শেঠি এবং ভিপি ড. মিহির দালালকে আন্তরিক ধন্যবাদ।'