Ankita Lokhande Husband Hospitalized: হাতে ব্যাণ্ডেজ-হাসপাতালে ভিকি জেইন, আচমকা কী হল অঙ্কিতার স্বামীর?

Ankita Lokhande Husband Hospitalized: হাসপাতালে অঙ্কিতা লোখান্ডের স্বামী ভিকি জেইন। হাসপাতাল থেকে ভিডিও শেয়ার করলেন অভিনেতা সমর্থ জুরেল।

Ankita Lokhande Husband Hospitalized: হাসপাতালে অঙ্কিতা লোখান্ডের স্বামী ভিকি জেইন। হাসপাতাল থেকে ভিডিও শেয়ার করলেন অভিনেতা সমর্থ জুরেল।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
efewew

হাসপাতালে অঙ্কিতার স্বামী ভিকি

Vicky Jain Hospitalized: ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জেইন। তারকা দম্পতির জীবনের খুঁটিনাটি জানতে সদা আগ্রহী জুটির ভক্তরা। পেজ ৩-এর খবরে রীতিমতো চর্চায় থাকেন ভিকি-অঙ্কিতা। শনিবার সকালে অভিনেতা সমর্থ জুরেলের একটি ভিডিও দেখে চোখ ছানাবড়া নেটনাগরিকদের। হাসপাতালের বিছানায় শয্যাশায়ী ভিকি। হাতে ব্যাণ্ডেজ বাঁধা অবস্থায় হাসপাতালে অঙ্কিতার ব্যবসায়ী স্বামী। তবে কী কারণে হাতে ব্যাণ্ডেজ সেটা অবশ্য এখনও জানা যায়নি। সমর্থ ইনস্টা হ্যান্ডেলে ভিডিও পোস্ট করতেই ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। এখনও পর্যন্ত ভিকির শারীরিক অবস্থা নিয়ে কোনও মন্তব্য করেননি অঙ্কিতা লোখাণ্ডে। 

Advertisment

সমর্থের শেয়ার করা ভিডিও-তে দেখা যাচ্ছে ভিকির পাশে রয়েছেন অঙ্কিতা। প্রিয়জনেরা সকলেই ভিকিতে দেখতে হাসপাতালে উপস্থিত। হাতে ব্যাণ্ডেজ বেঁধেই বিছানায় শুয়েই সকলের সঙ্গে আড্ডায় মেতেছেন ভিকি। সমর্থের কাছে ভিকি বড় ভাইয়ের মতো। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে সমর্থ লিখেছেন, 'বড় ভাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আমার টনি স্টার্ক।' ভিকির সঙ্গে ছবি শেয়ার করে আরোগ্য কামনা করেছেন তাঁর বোন। ব্যাণ্ডেজ বাঁধা অবস্থায় ভাই-বোনের হাত মেলানো, ভাইয়ের কপালে স্নেহের চুম্বণ এঁকে অভিনেত্রী অসিতা ধাওয়ান লিখেছেন, 'শীঘ্রই সুস্থ হয়ে ওঠো ভিক্কু। আমার হৃদয় তোমার এভাবে দেখতে কখনই চায় না। তবে তোমার হাসি বলে দিচ্ছে, তুমি রাজা। আার সাহসী ভাই খুব শীঘ্রই পুরনো ছন্দে ফিরবে। অনেক ভালবাসা।'

Advertisment

টেলি অভিনেতা সমর্থ জুরেলের শেয়ার করা ভিডিও-তে দেখা যাচ্ছে, ভিকির বিছানার পাশেই দাঁড়িয়ে রয়েছেন বেটারহাফ অঙ্কিতা। ইনস্টা স্টোরিতে শেয়ার করা ভিডিও-তে শোনা যাচ্ছে, 'ভিকি টাটা।' সঙ্গে সঙ্গে অঙ্কিতার স্বামী বলছেন, 'দয়া করে টাটা বলো না।' এরপর সমর্থ তাঁর বন্ধুকে বুঝিয়ে বলেন, 'দুঘণ্টার মধ্যে আমি তোমার কাছে ফিরে আসছি।' এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই এক ইউজার লিখেছেন, 'আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।' সমর্থের প্রশংসা করে অপর এক নেটনাগরিক লিখছেন,'সমর্থ ওঁর খুব ভাল বন্ধুয যে কোনও পরিস্থিতিতে বন্ধুর পাশে থাকেন।'

প্রসঙ্গত, লাফটার শেফ ২-এর সেট থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে ভিকি-সমর্থর। অঙ্কিতার সঙ্গে জুটি বাঁধেন ভিকি আর অভিষেক কুমারের সঙ্গে সমর্থ। এর আগে বিগ বস ১৭-তেও একসঙ্গে অংশ নিয়েছিলেন ভিকি জেইন ও সমর্থ জুরেল। এখন ভিকির দ্রুত সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় অনুরাগীরা। একইসঙ্গে কী কারণে হাতে ব্যাণ্ডেজ তাও জানতে আগ্রহী। 

Ankita Lokhande Vicky Jain