Advertisment
Presenting Partner
Desktop GIF

Ankita Lokhande: 'প্রোডিউসারের সঙ্গে শোয়াটাই জরুরি...', অঙ্কিতা লোখন্ডেকে মুম্বাই হোটেলে ডেকে যা করা হয়েছিল...

Ankita Lokhande news: অভিনেত্রীর সঙ্গে যা হয় মুম্বাই হোটেলে...তারপরই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ankita lokhande, viki jain, bigg bioss

Ankita- শোকে পাথর অঙ্কিতা

Ankita Lokhande: বিগ বসের ( Bigg Boss OTT ) এবারের সিজন না জিতলেও অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে নানা কারণে আলোচনায় থাকেন। বিশেষ করে তাঁর সম্পর্কের কারণে। সুশান্ত সিং এর সঙ্গে প্রেমের সম্পর্ক, তারপর ভিকি জৈনের ( Viki Jain ) সঙ্গে তাঁর বিয়ে..সবমিলিয়ে একটা নাজেহাল পরিস্থিতি তৈরি হয় তাঁর জীবনে।

Advertisment

একসময় পবিত্র রিস্তা দিয়ে তিনি নিজের যাত্রা শুরু করেন। তারপর কাজ করেছেন সিনেমাতেও। টেলিভিশনের লিড নায়িকাদের মধ্যে একজন তিনি। কিন্তু, অতীতের দিনগুলোর কথা মনে করলে আজও শিউরে ওঠেন। কেন? অভিনেত্রী দক্ষিণী ছবির অফার পেয়েছিলেন। কিন্তু করে উঠতে পারেননি। কেন? তাঁকে নাকি অসাধু প্রস্তাব দেওয়া হয়েছিল। কী এমন নিজের কানে শুনেছিলেন তিনি, যে মাথা ঠিক রাখতে পারেননি সেদিন?

আরও পড়ুন - Neel-Trina: কুল সাজতে গিয়ে ‘ছাপরি ফুল!’ খোঁচা চুল-গোলাপী লিপস্টিকে নীলকে দেখে তুলনা উঠল বস্তির ছেলের সঙ্গে?

অঙ্কিতা এক সাক্ষাৎকারে বলেন, "আমি সিলেক্ট হয়েছিলাম। মুম্বাইয়ের একটি হোটেলে আমায় দেখা করতে যেতে বলা হয়। আমি গিয়েছিলাম। যাওয়ার আগে মায়ের কাছে বলেছিলাম, যে আমায় সাইন করবে ওরা, আমি খুব উত্তেজিত মা।" কিন্তু...সেই সাক্ষাৎ মোটেই ভাল ঠেকেনি তাঁর কাছে।

আমি যেই হোটেলে পৌঁছলাম, তখন আমার কো অর্ডিনেটরকে বাইরে থাকতে বলা হয়। আমায় বলা হয় যে তোমায় কম্প্রোমাইজ করতে হবে। আমি তো বুঝে গিয়েছিলাম যে কী হতে চলেছে। ১৯ বছর বয়স তখন আমার। আমি তাও স্মার্ট খেলার চেষ্টা করছি তখন। আমি জিজ্ঞেস করলাম কি সেটা? উনারা বললেন, "প্রোডিউসার এর সঙ্গে শুতে হবে। আমি অবাক হইনি। শুধু উঠে বেরিয়ে আসার আগে বলে এসেছিলাম, আপনার প্রোডিউসার মনে হয় ট্যালেন্ট বোঝেন না। শুধু একটা মেয়ে চাই শোয়ার জন্য।"

Ankita Lokhande bollywood Entertainment News
Advertisment