/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/ankita-759-1.jpg)
অঙ্কিতা লোখন্ডে। ফোটো- ভাইরাল ভয়ানি
সুশান্ত সিং রাজপুতের হঠাত চলে যাওয়ার পর কেটে গিয়েছে দুদিন। কোথাও দেখা যায়নি অঙ্কিতা লোখান্ডেকে। শোনা যায়, এক সংবাদমাধ্যমের কাছ থেকে খবরটা শোনার পর কেবল হোয়াট বলে ফোনে রেখে দিয়েছিলেন অঙ্কিতা। তারপরে বিগত দু'দিন ক্যামেরার আড়ালে। জানা গিয়েছে, প্রাক্তন প্রেমিকের মর্মান্তিক খবর পাওয়ার পর থেকেই নিজেকে ধরে রাখতে পারেননি অঙ্কিতা। অঝোরে কেঁদে চলেছেন।
এদিন বান্দ্রায় সুশান্তের বাড়ির লোকের সঙ্গে দেখা করতে পৌঁছে গেলেন অঙ্কিতা লোখন্ডে। উস্কোখুস্কো চুল, সাদা পোশাক, মুখে মাস্ক-শোকে মূহ্যমান তা একবার দেখলেই বোঝা যায়। তাদের এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গেই এদিন বান্দ্রার বাড়িতে পৌঁছলেন নায়িকা।
View this post on Instagram#ankitalokhande today at #SushantSinghRajput home to meet his family #rip ????
A post shared by Viral Bhayani (@viralbhayani) on
আরও পড়ুন, বি-টাউনের প্রতিদ্বন্দ্বিতাই কি প্রাণ কেড়ে নিল সুশান্তের? বহু প্রশ্নে গাঢ় ধোঁয়াশা
সালটা ২০০৯, পবিত্র রিশতা ধারাবাহিকে দেখা হয় সুশান্ত এবং অঙ্কিতার। সেখান থেকেই সম্পর্কের সূত্রপাত। কোনওদিনই আড়াল করেননি প্রেমের সম্পর্ককে। একসঙ্গে থাকতেও শুরু করেছিলেন। ২০১৬ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। যদিও বিচ্ছেদের কারণ নিয়ে কোনওদিনই মুখ খোলেননি কেউই।
সুশান্তকেও কখনও তাদের সম্পর্কের ওঠা নামা নিয়ে কখনও কিছু বলতে শোনা যায়নি। এদিন সুশান্তের পরিবারের লোকের সঙ্গে দেখা করতেই আসেন অঙ্কিতা। শোনা যায়, গতকালও শেষকৃত্যে যেতে চেয়েছিলেন নায়িকা। কিন্তু তা আর হয়ে ওঠেনি। তবে অঙ্কিতা এক ঝলক বলে দিচ্ছে কতটা মুষড়ে পড়েছেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন