scorecardresearch

বড় খবর

‘চাইল্ড অফ গড’, সুশান্তের মৃত্যুর একমাস পর পোস্ট প্রাক্তন প্রেমিকা অঙ্কিতার

অঙ্কিতা সুশান্তের বান্দ্রার বাড়িতে তাঁর বাবা ও বোনেদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় প্রথম ও শেষবার ক্যামেরায় ধরা পড়েন। মা ও বন্ধু সন্দীপ সিং-এর সঙ্গে এসেছিলেন অঙ্কিতা।

‘চাইল্ড অফ গড’, সুশান্তের মৃত্যুর একমাস পর পোস্ট প্রাক্তন প্রেমিকা অঙ্কিতার
পবিত্র রিশতা ধারাবাহিক দিয়েই সম্পর্ক শুরু হয়েছিল দুজনের।

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অসময়ে চলে যাওয়াটা মেনে নিতে পারেনি কেউই। ১৪ জুন বান্দ্রার বাড়িতে প্রয়াত হন বছর ৩৪-এর অভিনেতা। একমাস গড়িয়ে গেল। তবু বিতর্ক থামেনি। নেপোটিজম তত্ত্ব ফের একবার উঠে এসেছিল। তবে সবকিছু থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন অঙ্কিতা লোখন্ডে।

প্রাক্তন প্রেমিকের আত্মহত্যার খবর শুনে প্রায় একমাস অন্তরালে চলে গিয়েছিলেন তিনি। মৃত্যুর খবরে কেবল প্রতিক্রিয়া দিয়েছিলেন ”কী?” তারপর থেকে চুপ করে গিয়েছিলেন। ভেঙে পড়েছিলেন। মুম্বই ও বিহারে সুশান্তের পরিবারের সঙ্গে দেখা করেছেন অঙ্কিতা। সবটাই প্রচারের আড়ালে থেকে। তবে সুশান্তের মত্যুর একমাস পর প্রথমবার ইনস্টাগ্রামে পোস্ট করলেন অভিনেতা।

ইনস্টাগ্রামে, পুজোরঘরে একটি প্রদীপ ও সাদাফুলের ছবি পোস্ট করেন অঙ্কিতা। ক্যাপশনে লিখেছে, ”চাইল্ড অফ গড।”

 

View this post on Instagram

 

CHILD Of GOD ????

A post shared by Ankita Lokhande (@lokhandeankita) on

আরও পড়ুন, ‘নিশ্চয়ই অনেক শান্তিতে আছো’, দীর্ঘ নীরবতা ভেঙে সুশান্তকে নিয়ে পোস্ট রিয়ার

অঙ্কিতা সুশান্তের বান্দ্রার বাড়িতে তাঁর বাবা ও বোনেদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় প্রথম ও শেষবার ক্যামেরায় ধরা পড়েন। মা ও বন্ধু সন্দীপ সিং-এর সঙ্গে এসেছিলেন অঙ্কিতা।

কিছুদিন আগেই টেলিভিশন অভিনেতা আরতি সিং টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছিলেন, অঙ্কিতার মানসিক ও শারীরিক অবস্থার কথা জানতেই তিনি ফোন করেছিলেন। তিনি বলেন, অঙ্কিতার জন্যই সুশান্তকে চিনতাম। খুব ভাল মানুষ ছিল এবং অত্যন্ত উতসাহিত করত। অঙ্কিতার সঙ্গে কথা বলেছি, জানতে চেয়েছি কেমন আছে। ওর একটু সময় চাই এবং আমি সেটাই দিতে চাইছি।

মুম্বই পুলিশ আপাতত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার তদন্ত করছে। প্রেমিকা রিয়া চক্রবর্তীকে প্রায় নয় ঘন্টা ধরে জেরা করা হয়েছে। লকডাউনের সময় সুশান্তের সঙ্গেই থাকছিলেন রিয়া। গতকাল রিয়াও সুশান্তের সঙ্গে সুন্দর মূহুর্তের ছবি হোয়াসটঅ্যাপ ডিসপ্লেতে দিয়েছেন। কিছু কথা পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Ankita lokhande remembers sushant singh rajput posts first time after actors death