Ankita Lokhande: হৃদয় ভেঙ্গে দুমড়ে-মুচড়ে যাচ্ছে, সুশান্তের পর অকালমৃত্যু প্রিয়ার, মানতেই পারছেন না অঙ্কিতা

'পবিত্র রিশতা'-তেই অঙ্কিতার অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল, আর সেখানেই প্রিয়া ছিলেন তাঁর প্রথম বন্ধু। স্মৃতিচারণ করে অঙ্কিতা লিখেছেন- “প্রিয়া ছিল আমার প্রথম বন্ধু। আমি, প্রার্থনা আর প্রিয়া — আমাদের ছোট্ট দল।"

'পবিত্র রিশতা'-তেই অঙ্কিতার অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল, আর সেখানেই প্রিয়া ছিলেন তাঁর প্রথম বন্ধু। স্মৃতিচারণ করে অঙ্কিতা লিখেছেন- “প্রিয়া ছিল আমার প্রথম বন্ধু। আমি, প্রার্থনা আর প্রিয়া — আমাদের ছোট্ট দল।"

author-image
IE Bangla Entertainment Desk
New Update
priya

যা বললেন অঙ্কিতা...

অভিনেত্রী প্রিয়া মারাঠের অকালপ্রয়াণে টেলিভিশন জগতে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ৩৮ বছর বয়সে, ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে, ৩১ আগস্ট প্রিয়ার মৃত্যু হয়। তাঁর সহ-অভিনেত্রী ও ঘনিষ্ঠ বন্ধু অঙ্কিতা লোখণ্ডে এই খবরে ভেঙে পড়েছেন মারাত্মকভাবে। তিনি ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট শেয়ার করেছেন।

Advertisment

'পবিত্র রিশতা'-তেই অঙ্কিতার অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল, আর সেখানেই প্রিয়া ছিলেন তাঁর প্রথম বন্ধু। স্মৃতিচারণ করে অঙ্কিতা লিখেছেন- “প্রিয়া ছিল আমার প্রথম বন্ধু। আমি, প্রার্থনা আর প্রিয়া — আমাদের ছোট্ট দল। আমরা একসাথে দারুণ সময় কাটাতাম। মারাঠি ভাষায় আমরা একে অপরকে স্নেহ করে নানা নামে ডাকতাম। এই বন্ধন সত্যিই অমূল্য ছিল।”

তিনি আরও লেখেন, "প্রিয়া সবসময় আমার পাশে থেকেছে। ভালো সময়ে, খারাপ সময়ে। কখনও আমাকে একা ফেলে যায়নি। গণেশ উৎসবের সময় সে প্রতিবার গৌরী মহা আরতিতে যোগ দিত। এবারও আমি তার আত্মার জন্য প্রার্থনা করব। আমার ডার্লিং, তোমাকে খুব মিস করব। প্রিয়া ছিল ভীষণ সাহসী, প্রতিটি যুদ্ধ সে অদম্য শক্তি নিয়ে লড়েছে। আজ সে আমাদের মধ্যে নেই, আর এটা লিখতে গিয়েই আমার হৃদয় ভেঙে যাচ্ছে।" 

Advertisment

প্রবীণ অভিনেত্রী উষা নাদকার্নি, যিনি ‘পবিত্র রিশতা’-তে প্রিয়ার সঙ্গে কাজ করেছেন, টেলি চক্করের সঙ্গে আলাপচারিতায় তাঁকে স্মরণ করে বলেন- "প্রিয়া ছিল খুবই শান্ত স্বভাবের মেয়ে। সবসময় নিজের কাজে মন দিত, কখনও কারও সঙ্গে বেখেয়ালি বা মজার ছলে কথা বলত না। এত তাড়াতাড়ি চলে যাওয়ার বয়স এটা নয়। সদ্য বিয়ে করেছে, এখন তার পরিবার শুরু করার সময় ছিল, সন্তানদের লালন-পালন করার সময় ছিল।" 

তিনি আরও যোগ করেন, "প্রথমে সুশান্ত (সিং রাজপুত) চলে গেল, আর এখন প্রিয়া। মনে হচ্ছে ‘পবিত্র রিশতা’-র প্রাণটাই চলে গেল। আমরা সাড়ে পাঁচ বছর একসাথে শুট করেছি, একে অপরের বাড়িতেও গিয়েছি। প্রিয়া সবসময় শ্রদ্ধা করত। শেষবার ওর সঙ্গে দেখা হয়েছিল দুই বছর আগে অঙ্কিতার বাড়িতে। ভেবেছিলাম আবার দেখা হবে, কিন্তু তা আর হল না।" 

Ankita Lokhande Entertainment News Today