/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/ankita_39859b.jpg)
ankita-viki: বিগ বস থেকে বাদ গেলেন ভিকি-ছবিঃ ইনস্টা
গতকাল ছিল প্রেমের উৎসব। আর এসব বিশেষ দিনে কাছের মানুষের প্রতি একটু বেশি ভালবাসা দেখানো খুবই সম্ভব। তবে, তিনি যখন অঙ্কিতা লোখন্ডে, তখন অন্যরকম কিছু তো হতেই হবে। এবার তিনি বর নয় বরং কাদের নিয়ে সেলিব্রেট করলেন...
একেই শো চলাকালীন তাদের দাম্পত্যে যে প্রভাব পড়েছিল সেটি ভয়ঙ্কর। সম্পর্ক শেষ হবে হবে করেও নিজেদের মধ্যে আপাতত ভাব ভালবাসা বজায় রেখেছেন তারা। বরকে নিয়ে দেখাও গিয়েছে তাঁকে। কিন্তু, গতকাল ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে অঙ্কিতা হাজির হলেন অন্য কাছের মানুষদের নিয়ে। পরনে ল্যাভেন্ডার রঙের পোশাক। শহরের একটি পাঁচতারা হোটেলে গেলেন সেলিব্রেট করতে।
তাঁকে দেখতেই বেশিরভাগের প্রশ্ন, আপনার বর কই? ভিকি কই গেলেন? আজকের দিনে। অঙ্কিতা প্রশ্ন শুনেই বলে ওঠেন, আরেহ ভিকি নেই তো। আজকে ভিকি না, আমার ভ্যালেন্টাইনরা আজকে পাল্টে গিয়েছেন। বলা মাত্রই একে একে আসেন তার ভালবাসার মানুষরা। অঙ্কিতার মা, মাসী এবং আরেকজন যাকে বিশেষ করে তিনি পরিচয় করিয়ে দেন।
বিগ বস খ্যাত অভিনেত্রী বলেন, "আজকে আমার মা, মাসী আর এই যে আমার দিদা, ইনি আমার ভ্যালেন্টাইন। সবাই মিলে আজকে আমরা বেড়িয়েছি।" কিন্তু অঙ্কিতার এই উত্তর হজম হয়নি বেশিরভাগের। তারা উল্টে শুরু করলেন মশকরা। ভিকির সঙ্গে যা কান্ডকীর্তি করেছিলেন, তারপর তাঁকে অনেকেই সাইকো, মানসিক রুগী - নানা বিশেষণে বিঁধেছিলেন। এবার আরও মজা করে বললেন..
"ভিকি তোমার অত্যাচারে পালিয়েছে নিশ্চই। আবার কারওর কথায়, ভিকি আয়েশা - সানাদের সঙ্গে পার্টি করছে। আবার কেউ বললেন, বিগ বসের পর নিজের পরিবারের খেয়াল হয়েছে।"