Advertisment

Ankita Lokhande: 'আমায় আর কেউ থামাতে পারবে না...',  ভিকির সঙ্গে ডিভোর্স প্রসঙ্গে বড় কথা অঙ্কিতার!

Ankita Viki divorce: অঙ্কিতার সঙ্গে বিচ্ছেদ হচ্ছে ভিকির? প্রাক্তন প্রেমিকের কথা টেনে অভিনেত্রী বললেন...

author-image
Anurupa Chakraborty
New Update
Ankita lokhande Viki Jain bigg Boss Bollywood news

Ankita Lokhande - সম্পর্ক ভাঙছে অঙ্কিতার? ..ছবি-ইনস্টা

অঙ্কিতা লোখন্ডে এবং তাঁর স্বামী ভিকি জৈন, দুজনে বিগ বসের ঘরে যা কান্ড ঘটিয়েছেন তাতে তারা বেশ আলোচনার সম্মুখীন হয়েছিলেন। সম্পর্ক, ডিভোর্সের আশেপাশে গিয়ে ঠেকছিল। বর্তমানেও কি তাই?

Advertisment

একেই, তিনি গোটা বিগ বসের ঘরে সুশান্তকে নিয়ে নানা মন্তব্য করেন। এবং যার কারণেই, তাঁকে নানা কিছু শুনতে হয়েছে। যেমন? কেউ কেউ এমনও বলেছিলেন যে অঙ্কিতা নাকি সুশান্তকে হাতিয়ার করতে চেয়েছিলেন। কারণ, তাঁর একটা বিরাট ফ্যান ফলোয়িং রয়েছে। সেই কারণেই তিনি নজরে থাকতে চেয়েছিলেন। কিন্তু...

শোয়ে থাকাকালীন এমনকি বেরিয়ে এসে অঙ্কিতা বলেছিলেন, কারওর সম্পর্কে যদি তিনি ভাল জানেন তবে, সেটি তিনি বলবেনই। আমি যদি কাউকে চিনে থাকি, এবং সে যদি ভাল কাজ করে থাকে, তবে আমি বলব। অবশ্যই বলব। কেউ আমায় আটকাতে পারবে না। যাদের যেটা ভাবার সেটা ভাবুক। এখানেই শেষ না। তাদের সম্পর্কের নাকি বিচ্ছেদ হতে চলেছে?

অঙ্কিতা সাফ জানালেন, যে একেবারেই তাঁদের সম্পর্কে কোনও ভাঙন ধরছে না। বরং, তাঁর কথায়.."আমি জানি আমাদের মধ্যে কী সম্পর্ক। আর আমি এও জানি যে আমি ওকে ভালবাসি। যাকে ভালবাসো তাঁকে মাথায় উঠিয়ে রাখো।  নিজের ওপর বিশ্বাস রাখো।"

উল্লেখ্য, অভিনেত্রী বিগ বসের ঘর থেকে বিজেতা হয়ে হয়তো বা ফিরতে পারেননি। কিন্তু, তিনি অনেক মানুষের মন জিতে ফিরেছিলেন। সামনেই তাঁকে দেখা যাবে বীর সাভারকার ছবিতে।

Ankita Lokhande bollywood viki jain Entertainment News
Advertisment