ফের একবার অঙ্কিতা এবং ভিকি একসঙ্গে একটি রিয়ালিটি শোয়ে জুড়েছেন। আর এবার কূটকচালি নয়, বরং তাদের একসঙ্গে রান্না করতে দেখা যাচ্ছে। সেখানেই, বউয়ের চাউনিতে নাজেহাল ভিকি। আর তারপর তো নিয়ার সঙ্গে...
লাফটার শেফ রিয়ালিটি শোয়ে দেখা যাচ্ছে তাদের। একঝাঁক তারকা, দেশ বিদেশের ভিন্ন সব আইটেম রান্না করেছেন। ভিকির সঙ্গে এমনিও বিগ বসে যা চালিয়েছেন অঙ্কিতা, সেসব ইতিহাস ভয়ঙ্কর। আর এবার লাফটার শেফ অনুষ্ঠানে পার্টনার এক্সচেঞ্জ হতেই মুখের হাসি উড়ে গেল তাঁর। অনুষ্ঠানে, একদিনের জন্য নিয়ে শর্মার সঙ্গে জুটি বাঁধলেন ভিকি।
তারপর? আনন্দের শেষ নেই ভিকির! কিন্তু অঙ্কিতার কী যে অবস্থা, তা দেখে হেসে খুন ভারতী থেকে করণ কুন্দ্রা অনেকেই। নিয়া শর্মার সঙ্গে তাঁর উচ্ছাস দেখে রাগে গা জ্বলছে তাঁর। ভিন্ন ভিন্ন সময়ে নিয়ার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা দেখে গা রিরি করে উঠছে তাঁর। কিন্তু কিছু বলার নেই। একটা সময় তো রাগে বলেই উঠলেন, তোমার মুখে গরম জল ছুঁড়ে মারব আমি।
এখানেই শেষ না। অঙ্কিতাকে রাগাতে আরও বেশি করে ভিকি এবং নিয়াকে নিয়ে মজা করতে লাগলেন ভারতী এবং কৃষ্ণা। ভিকি নিজে তো ভয়ে জড়োসড়ো! বউয়ের সামনে অন্য মেয়েকে নিয়ে এত কথা আর ঠাট্টা যে বিপদ ডেকে আনবে সেটা বুঝতে বাকি নেই তাঁর। তাই সকলের উদ্দেশ্যে অনুরোধ করলেন, এসব বলো না। আমার আর রক্ষে থাকবে না।
কিন্তু না, অঙ্কিতার রাগ ছিল দেখার মত। তাই তো প্রকাশ্যে তাঁকে একটা সময় পর বলতে শোনা গেল, যাক গে! নিয়া একদিনের জন্য আমার বরকে তুই নিতেই পারিস। আর এটুকু শুনেই হতভম্ব সকলে। নিয়া শর্মাকে হিন্দি টেলিভিশনের অন্যতম হট নায়িকা হিসেবে অভিহিত করা হয়। তাঁকে কিনা বরকে নিয়ে নিতে বলছেন? এই শুনে, তাঁকে ভারতী সোজা বলেন, এসব বলিস না! কারণ, ওকে ভরসা নেই! ও নিয়ে নিতেও পারে।
অঙ্কিতা এবং ভিকির সেসব কেলেঙ্কারির কথা অনেকদিন ধরেই ট্রেন্ডে ছিল। বিগ বস চলাকালীন তো, যা নয় তাই শুরু হয়েছিল তাদের মধ্যে। বিশেষ করে তাদের সম্পর্কে দুই পরিবারের মানুষ ঢুকে পড়ায়, আরও বেশি করে সমালোচনা হতে থাকে। কানাঘুষো শোনা যাচ্ছিল, তাদের মধ্যে ডিভোর্স পর্যন্ত হতে পারে। কিন্তু সেসব এখন অতীত।