Advertisment
Presenting Partner
Desktop GIF

Ankita Lokhande-Viki Jain: অঙ্কিতার সঙ্গে কবে দেখা যাবে? প্রশ্ন যেতেই ভিকির জবাব..'ব্যাস! কথা শেষ'

Viki Jain for Ankita lokhande: বউ ট্রফি নিয়ে ফেরেননি। কিন্তু, এসেই উৎসবে মজেছেন। শুরু করছেন নতুন কাজ। তাঁর মধ্যেই...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Ankita lokhande Viki Jain bigg Boss Bollywood news

Ankita Lokhande - সম্পর্ক ভাঙছে অঙ্কিতার? ..ছবি-ইনস্টা

শেষ হয়েছে বিগ বস ( Bigg Boss 17 )। ঘর থেকে ট্রফি না নিয়েই বেড়িয়েছেন অঙ্কিতা লোখন্ডে ( Ankita Lokhande )। আর ঘরে ফিরতেই শুরু করেছেন পার্টি। সমস্ত পুরনো তিক্ততা ভুলে সকলকে নিয়ে মজায় মেতেছেন তিনি।

Advertisment

যদিও, তাঁর বর এর আগেই উৎসব এবং মচ্ছব করে ফেলেছেন! কিন্তু, অঙ্কিতা ভিকীকে ছাড়া কিছু ভাবতে পারেন না, সেকথাই জানিয়েছিলেন প্রকাশ্যে। আর, এবার বউ যখন বাড়ি ফিরে এসেছেন তখন তাঁকে নিয়ে শব্দ কম পড়েছে ভিকির ( Vikas Jain )। এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, আর ভিকিকে যেই অঙ্কিতাকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে, তৎক্ষণাৎ এড়িয়ে যাচ্ছেন?

এমনিও তাঁর মা, শো চলাকালীন যা যা বলেছিলেন, তাতে বড় বড় হেডলাইন ব্যতীত এবং বিতর্ক ছাড়া আর কিছুই সৃষ্টি হয়নি। সকলের সামনে এও বলে বসেছিলেন, তিনি মন থেকে চাননি যে এই বিয়ে হোক। গতকাল, ভিকিকে নিজের বাসভবনের নিচে পাপারাজ্জিরা জিজ্ঞেস করেন, অঙ্কিতার সঙ্গে তাঁকে কবে দেখা যাবে? তিনি সাফ বললেন, দেখা যাবে মানে? আমি ওর সঙ্গেই থাকি।

আরও পড়ুন - Bigg Boss 17 Grand Finale: বউয়ের সামনেই সানা-আয়েশার সঙ্গে গা ঘেঁষে নাচ! দাঁত মুখ খিঁচিয়ে অঙ্কিতা যা করলেন…

এখানেই শেষ না। তিনি মুনাওয়ারকে উদ্দেশ্য করেও বলেন যে, দারুণ খেলেছেন। খুব ভাল। আর অঙ্কিতা? দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েন তাঁর স্ত্রী। মুখ শুকিয়ে গিয়েছিল ভিকির। তিনি বলেন, "অঙ্কিতা আমার মনের একদম ওপরে আছে, টপে। ব্যস! কথা শেষ..." এটুকু বলেই হেসে ওঠেন তিনি।

প্রসঙ্গত, ভিকি অঙ্কিতার মধ্যে পারিবারিক কোন্দলের মাত্রা যেহারে বেড়েছিল, নজর বাঁকা করে তাকিয়েছিলেন বেশিরভাগই। তবে, এবার অনেকটা স্বস্তি! বিগ বসের এই সিজন শেষ। তাই এখন সবই শান্ত।

Ankita Lokhande bollywood viki jain Entertainment News
Advertisment