/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/ankita2.jpg)
Ankita-Viki: হতে চলেছে সম্পর্কের কঠিন পরিণতি?
করণের হঠাৎ কী হল? নিজের শোয়ের থেকে বেশি বিগ বসের মঞ্চে তিনি জাস্টিস করছেন। একবার ইশা তো একবার অঙ্কিতা.. ভিকি এবং তাঁর মাকে প্রকাশ্যে যে কথা শোনালেন তাতে যদি থামল না অঙ্কিতার।
আজ অবধি সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভিকির মাকে নিয়ে সঠিক মন্তব্য করে থাকলেও এবার করণ প্রকাশ্যেই ভিকি এবং তাঁর মাকে ভুল কোথায় সেটা দেখিয়ে দিলেন। কিছুদিন আগেই অভিনেত্রীকে তাঁর শাশুড়ির তরফে নানা কথা শুনতে হয়। আর সেই ঘটনাই নজর এড়ায়নি করণের। বারবার ভিকি এবং তার মাকে সরি বলতে শোনা যায় অঙ্কতাকে। সপ্তাহ শেষে করণ সেই ঘটনার উল্লেখ করে বললেন...
বড়দের আমিও সম্মান করি। বাবা মাকে ভালবাসা নিয়ে আমিও ছবি বানিয়েছি। কিন্তু, বড় বলেই তারা সম্মানের পত্র বলেই যে ভুল করতে পারেন এটা না কিন্তু। আবার এমনটা নয় যে তাদের আমাদের মনে দুঃখ দেওয়ার অধিকার আছে! তোমার মা, যে ধরনের কথা বলে অঙ্কিতার উদ্দেশ্যে? সেগুলো একেবারেই ঠিক না। তুমি শুনেছ সেসব কথা? একটা মেয়ে সেদিন রাতে আধঘন্টা ধরে একনাগাড়ে তোমায় সরি বলে গেল, তুমি শুধু শুনলে! জিজ্ঞেস করেছিলে কেন বলছ? কী বলে গেলে আমি আছি, আমরা একে অপরের জন্য আছি! কী এগুলো?
আরও পড়ুন - Rupam Islam : কনসার্টে গিয়ে অকথ্য গালাগাল, মেজাজ হারিয়েই ভক্তদের আক্রমন রূপমের!
যদিও, আরও কিছু বলতেন করণ! কিন্তু অঙ্কিতার দিকে তাকিয়ে তিনি থেমে গেলেন। এমন কিছু কথা রয়েছে যেগুলো সম্প্রচারের যোগ্য না বলে সেটি দেখানো হয়নি। করণ আরও যোগ করেন, তুমি যখন তোমার বন্ধুদের হয়ে লড়াই করছ তখন বউয়ের সঙ্গে কেন দাঁড়াচ্ছ না? তোমার মায়ের প্রশ্নের মুখে যখন অঙ্কিতা তখন তো তোমার স্ট্যান্ড বাই করা উচিত ছিল।
উল্লেখ্য, কিছুদিন ধরেই অঙ্কিতা এবং ভিকির মধ্যে দ্বন্দ্ব। অনেকে তো এমনও ধরে নিয়েছেন এই শো থেকে বেরোলেই তাঁদের মধ্যে বিচ্ছেদ অনিবার্য! আবার কেউ কেউ ভাবছেন ঠিক সামলে নেবেন অঙ্কিতা এই সম্পর্ককে।