Ankush-Oindrila: বাংলাতেই মনের কথা বলতে চান অঙ্কুশ? বাহুডোরে ঐন্দ্রিলা, বললেন...
ঐন্দ্রিলা এবং অঙ্কুশ আদতেই আসল বিষয়টা বুঝেছেন। বাংলা ভাষার যে মিষ্টতা সেটাই তারা বুঝে গিয়েছেন। তাই তো বিদেশের মাটিতে পৌঁছে বাংলাতেই একে অপরকে মনের কথা বলছেন তাঁরা।
বাংলা ভাষার পাশাপাশি বাংলা সিনেমা নিয়েও লড়াই চালাচ্ছেন ইন্ডাস্ট্রির বেশিরভাগ। বাংলা সিনেমার পাশে দাঁড়ান - এই শব্দটা অনেকেই জানেন। তারকারা ভুল ইংরেজি বলে, মাঝেমধ্যেই ট্রোল হন। গায়ক গায়িকার গলায় হিন্দি গান শুনতে চাইলেও তাঁরা সহজেই সেই প্রস্তাব ফিরিয়ে দেন।
Advertisment
কিন্তু ঐন্দ্রিলা এবং অঙ্কুশ আদতেই আসল বিষয়টা বুঝেছেন। বাংলা ভাষার যে মিষ্টতা সেটাই তারা বুঝে গিয়েছেন। তাই তো বিদেশের মাটিতে পৌঁছে বাংলাতেই একে অপরকে মনের কথা বলছেন তাঁরা। দুটিতে প্রেম করছেন বহুদিন। প্রায় ১৪ বছরের কাছাকাছি একসঙ্গে রয়েছেন। মাঝেমধ্যেই এদিক ওদিক একসঙ্গে দেখা যায় তাদের।
একদিকে যখন তাঁদের বিয়ে কবে, সেই নিয়ে নানা আলোচনা তখনই অঙ্কুশ হাসতে হাসতেই বলে দেন, ১৩ বছর একসঙ্গে থাকা সম্ভবই হত না যদি না তিনি মিথ্যে বলতেন। তাঁদের দুজনের সম্পর্ক এবং প্রেম দেখে অনেকেই আদর্শ প্রেম বলে উল্লেখ করেন। কিন্তু এবার ঐন্দ্রিলা এবং বাকিদের উদ্দেশ্যে অঙ্কুশ বলেন...
"অনেক হল হিন্দি গান, ইংলিশ গান, বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করার আনন্দই আলাদা, কী বলো?" ব্যাকগ্রাউন্ড জুড়ে বাজছে জিৎ কোয়েল জুটির সেই বিখ্যাত গান 'জীবনে প্রথম এত কাছেতে...' কিন্তু অঙ্কুশের এই ভুল ধারণা ভাঙিয়ে দিলেন তাঁর ভক্তরাই।
কেউ বললেন, আপনারা নিজেরাই হিন্দি এবং ইংলিশ গানে রিলস বানান। তাই এগুলো আগে মন থেকে মানতে শিখুন। আবার কেউ বললেন, আগে জয় বাংলা মানুন তারপর এগুলো মাথায় আনবেন। আবার কেউ কেউ তাদের ভালবাসার কথাও বললেন। বললেন, জিৎদার ছবির এই গান সত্যিই আজও মনে আছে। আবার কারওর কথায়, আপনারা যে জিৎ এবং কোয়েলের এই গান এমন রেখেছেন এটাই তো ভাল লাগছে।