বক্সঅফিস ক্ল্যাশ এড়িয়ে যাওয়ার পরামর্শ অঙ্কুশের

বক্সঅফিস ক্ল্যাশ নিয়ে টুইট করলেন অঙ্কুশ। সলমন খানে ছবির নতুন মুক্তির তারিখ ঠিক হয়েছে ক্ল্যাশ এড়াতে। এই পরিবেশ টলিউডে আনার আর্জি অঙ্কুশের।

বক্সঅফিস ক্ল্যাশ নিয়ে টুইট করলেন অঙ্কুশ। সলমন খানে ছবির নতুন মুক্তির তারিখ ঠিক হয়েছে ক্ল্যাশ এড়াতে। এই পরিবেশ টলিউডে আনার আর্জি অঙ্কুশের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বক্সঅফিস ক্ল্যাশ নিয়ে কথা বললেন অঙ্কুশ।

পুজো,ঈদ, ক্রিসমাস কিংবা নিদেন পক্ষে স্বাধীনতা দিবস বক্সঅফিসে একের বেশি ছবি মুক্তি পেয়েছে। আর এই টক্করেই মেতে থেকেছে ফ্যানেরা। ব্যবসায় ঘামতি তো হয়ই সঙ্গে উপরি পাওনা দুই সুপারস্টারের মধ্যেকার ভক্তদের মধ্যে বচসা। এসবের সমাধানের চেষ্টায় এবার প্রকাশ্যে বক্সঅফিস ক্ল্যাশ এড়ানোর আবেদন জানালেন অঙ্কুশ।

Advertisment

আরও পড়ুন, জুনিয়র ডাক্তারদের উপর হামলা, প্রতিবাদে সরব টলিপাড়া

Advertisment

ঘটনার সূত্রপাত অবশ্য ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের একটি পোস্ট থেকে। সামনের বছর ঈদে 'সূর্যবংশী' রিলিজের ঘোষণা করেছিলেন সলমন খান। কিন্তু আগে থেকেই ওই তারিখে রোহিত শেট্টির পরিচালনায় অক্ষয় কুমার-ক্যাটরিনা কাইফের ছবি মুক্তির কথা ছিল। আর সে কারণেই নিজের ছবির মুক্তির তারিখ ২৭ মার্চ ২০২০ স্থির করলেন।

যেখানে ৫০০০ হাজারের উপরে থিয়েটার সেই বলিউড এরকম সিদ্ধান্ত নিয়ে পারে কিন্তু টলিউড পারছে না। তাই অঙ্কুশের আর্জি, ''আমাদের এখানে এই দিন কবে আসবে?'' প্রসঙ্গত, এবছর ঈদে একসঙ্গে মুক্তি পেয়েছে দেবের 'কিডন্যাপ' ও জিতের 'শেষ থেকে শুরু'। পুজোতে তো প্রতি বছর চার-পাঁচটা ছবি একসঙ্গে মুক্তি পায়। তবে অঙ্কুশের এই টুইট আবারও প্রকাশ্যে আনল টলিউডের রেষারেষির চিত্রটা।

tollywood Bengali Cinema