Tollywood: টলিউড ইন্ডাস্ট্রির মিডিল ম্যান অঙ্কুশ- ই, একই ছাদের নিচে জড়ো করলেন দেব-শুভশ্রী-মিমিকেও...

Ankush and Mirza release: অঙ্কুশের ডাকে একই ছাদের নিচে তারকারা, কে কে এলেন?

Ankush and Mirza release: অঙ্কুশের ডাকে একই ছাদের নিচে তারকারা, কে কে এলেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Ankush hazra amid his mirza release dev Raj shubhashree mimi attended the premiere

ankush and tollywood- কে কে এলেন অঙ্কুশের আমন্ত্রনে?

অঙ্কুশ এবং ঐন্দ্রিলা - দুজনের সঙ্গেই ইন্ডাস্ট্রির সকলের বেশ ভাল সম্পর্ক। আর তাই তো, এবার তাদের নতুন শুরুর দিন কেউ আর গোঁসা ধরে বসে থাকলেন না বা অপেক্ষা করলেন না।

Advertisment

অঙ্কুশের সঙ্গে সদ্ভাব রয়েছে সকলের। এবার ইন্ডাস্ট্রির মিডিল ম্যান হিসেবেই সকলকে একই ছাদের তলায় নিয়ে এলেন অঙ্কুশ। কী এলেন না মির্জার শুভারম্ভের আগে। গতকাল প্রিমিয়ারে বসেছিল চাঁদের হাট। শুধু তাই নয়, একে একে এলেন সকলেই। অঙ্কুশ, ডেকেছেন বলে কথা।

Advertisment

বন্ধুদের মধ্যে তো কেউই বাদ গেলেন না। তাঁর পাশাপাশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে আবির চট্টোপাধ্যায়, এলেন অনেকেই। আর সকলকে সাদরে গ্রহণ করলেন মির্জা ও মুসকান। প্রসেনজিৎকে জড়িয়ে ধরলেন তাঁরা। এদিন, বেশিরভাগই পড়েছিলেন সাদা কালো পোশাক। আর কে কে এলেন?

একই ছাদের নিচে রাজ শুভশ্রী, থেকে মিমি চক্রবর্তী এমনকি প্রচারের ফাঁকে দেবও এলেন রুক্মিণীকে নিয়ে। এসেছিলেন বনি কৌশানি। বেশিরভাগই এদিন পড়েছিলেন সাদা পোশাক। ব্যতিক্রম দেখা গেল দেব এবং আবিরের ক্ষেত্রেই। এছাড়াও বন্ধু হিসেবে বিক্রম চট্টোপাধ্যায় থাকবেন না এও আবার হয় নাকি। দেবের সঙ্গে তিনিও এলেন এই অনুষ্ঠানে।

উল্লেখ্য, আজ থেকে হলে রিলিজ করেছে মির্জা। তাঁর আগেই, অভিনেতা জানিয়েছিলেন, এত বড় রিলিজ এই সময়ে আগে হয়নি। প্রায় ১৪০টার মত হল পাচ্ছে অঙ্কুশের মির্জা।

Subhasree Ganguly tollywood Dev mimi chakrabarty Ankush Hazra Ankush-Oindrila Entertainment News