Advertisment
Presenting Partner
Desktop GIF

Ankush - Mirza release: 'কাকে দোষ দেব, জানিই না...', অন্যায় হচ্ছে অঙ্কুশের সঙ্গে! ভাগ্য পরীক্ষার আগেই সরব অভিনেতা.. 

Ankush hazra statement: অঙ্কুশ কি ভয় পাচ্ছেন? প্রযোজক হিসেবে পাশ করবেন তো?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Ankush hazra amid Mirza release tomorrow tollywood entertainment news

আগামীকাল রিলিজ অঙ্কুশের নতুন ছবি

আগামীকাল রিলিজ করছে মির্জা। অঙ্কুশ এই প্রথম প্রযোজকের ভূমিকায়। ফলে গুরুদায়িত্ব রয়েছেই। এমনিই হিন্দি ছবির প্রাধান্যের মধ্যে বাংলা ছবি হল পায় না। এবার সেই তথ্যই ভুল প্রমাণ করলেন অঙ্কুশ।

Advertisment

অঙ্কুশ হাজরা প্রযোজক যখন, তখন ছবিকে হলে মুক্তি দেওয়ার বিষয়টা তাঁকে দেখতেই হচ্ছে। একেই হিন্দি ছবির মধ্যে অজয় দেবগনের ময়দান হল কাঁপাচ্ছে। সেখানে একদম ফুল ফর্মে কমার্শিয়াল ছবি নিয়ে আসছেন অঙ্কুশ। অনেকদিন পর আবারও টলিপাড়ার বুকে কমার্শিয়াল ছবি বিরাট আকারে রিলিজ করে চলেছে। কিন্তু অঙ্কুশের অভিযোগ এটি নয়। তাঁর কথায় অনেকেই প্রতিবাদ জানাচ্ছে যে মির্জা নাকি হল পাচ্ছেনা।

অঙ্কুশ বললেন,  "যে বা যারা এই কথা বলছেন, তাঁরা ভুল বলছেন। কারণ, মির্জা এই সময়ের সবথেকে বড় রিলিজ হতে চলেছে। প্রায় ১৩০-১৪০টা হলে এই ছবি রিলিজ করছে। তাই শো কম পাচ্ছে না। মির্জার সঙ্গে কোনও অন্যায় হচ্ছে না। কেউ কোনও অন্যায় করছে না। যারা প্রতিক্রিয়া দিচ্ছে যে মির্জা শো পাচ্ছে না, তারা জানি ভালোর জন্য বলছে। কিন্তু হিন্দি কমার্শিয়াল ছবি সবসময় বাংলার বুকে ভাল ব্যবসা করেছে বাংলা ছবির তুলনায়। সেখানে বাংলা কমার্শিয়াল ছবিকে একটু স্ট্রাগল করতেই হবে।"

এদিকে, অঙ্কুশ একদম নতুন প্রযোজক। তাঁর ছবির ট্রেলার দেখানো হয়েছিল অনেক ডিস্ট্রিবিউশনের তরফে। সেই নিয়েও অভিনেতা বললেন, "অনেকেই আমার সঙ্গে দারুণ ব্যবহার করেছে। আর রইল প্রতিবাদ। সেটা সহজেই করা যায়। যদি তোমরা সপরিবারে হলে গিয়ে ছবিটা দেখ। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ হাল্লা করা কোনও সুরাহা নয়। সেনসেবল কমার্শিয়াল ছবি দেখতে হবে। তোমরা যদি হিন্দি ছবির জায়গায় বাংলা ছবি দেখো তাহলেই দেখবে হিন্দির জায়গায় বাংলা ছবি আগে শো পাবে। সোশ্যাল মিডিয়ায় পাশে দাঁড়িয়ে লাভ নেই। থিয়েটারে গিয়ে দেখ। বাংলা ছবি দেখবে যত বেশি তত এটা জায়গা পাবে।"

উল্লেখ্য, এই ছবি নিয়ে বেশ আগ্রহী ছিলেন অঙ্কুশ। প্রথম থেকেই এটি যে বিরাট রিলিজ হতে চলেছে সেই নিয়েও কথা দিয়েছিলেন। কিন্তু, কথা রাখতে পারলেন কিনা সেটাই দেখার এখন।

tollywood Ankush Hazra Entertainment News
Advertisment