ঐন্দ্রিলা নিজের ফোনে মগ্ন। এই সময়ে হঠাত্ই গান গাইতে গাইতে ঐন্দ্রিলার কাছে এগিয়ে আসেন অঙ্কুশ। কিন্তু রোমান্টিক মুড তো দুরঅস্ত, ঝাঁটা হাতে অঙ্কুশের দিকে তেড়ে এলেন ঐন্দ্রিলা। শুধু এখানেই থেমে থাকেননি, খালপাড়ের শাহরুখা খান বলেও গালমন্দ করেন তিনি।
আসলে করোনাভাইরাস নিয়ে মানুষকে সচেতন করতেই মজার ছলে ভিডিয়ো বানিয়েছেন দুজনে। সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো শেয়ার করার পর মুহুর্তেই ভাইরাল হয়েছে। এদিন ঐন্দ্রিলার জন্মদিনও অঙ্কুশের বাড়িতে সেলিব্রেট করা হয়েছে। ভেবেছিলেন জন্মদিনটা প্যারিসে কাটাবেন তারা। কিন্তু করোনা সব পরিকল্পনা ভেস্তে দিয়েছে।
অঙ্কুশ-ঐন্দ্রিলার ভিডিয়োয় কমেন্ট করেছেন তাদের বন্ধু বিক্রম চট্টোপাধ্যায়ও। আপাতত লকডাউনের কারণে মুম্বইয়ে বন্দি তিনি। ফিরতে পারেননি কলকাতা। তাতে কি বন্ধুদের মজার ভিডিয়ো দেখে উপভোগ করছেন তিনিও।
প্রসঙ্গত, দেশের অন্যান্য রাজ্যের মতো করোনার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে বাংলাও। বাংলায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের। বৃহস্পতিবার এমন তথ্যই জানানো হয়েছিল নবান্নের তরফে। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে এক আধিকারিক জানিয়েছেন, ”বাংলায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু সংখ্যা ৪, মোট সংখ্যা ৭’। নবান্নের তরফে জানানো হয়েছে, রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত মোট ৫৩ জন। করোনায় এ রাজ্যে সুস্থ হয়েছেন ৩ জন।
তাই অঙ্কুশ-ঐন্দ্রিলার এই ভিডিয়ো যে সাধারণ মানুষকে আনন্দ দেওয়ার সঙ্গে সঙ্গে সচেতনও করবে তা আর বলার অপেক্ষা রাখে না।