ইন্ডাস্ট্রিতে থাকলে আসলেই বন্ধু হয়? অন্তত অঙ্কুশ হাজরা যেভাবে সকলের সঙ্গে মিলে মিশে রয়েছেন তাতে এটুকু বলা যায় তিনি যথেষ্ট সকলের কাছে ভালবাসার পাত্র। এবার, শুভশ্রীর মেয়েকে নিয়ে বড় কথা বললেন তিনি।
Advertisment
ইয়ালিনীকে আজও প্রকাশ্যে আনেন নি রাজ শুভশ্রী। মেয়েকে সকলের আড়ালে রেখেছেন তারা। মা সরস্বতীর নামে নাম রেখেছেন মেয়ের। এখন, অঙ্কুশ নাকি দিন গুনছেন। বন্ধু শুভশ্রীর কন্যাকে নিয়ে আগাম প্ল্যান সাজিয়ে রেখেছেন তিনি। অর্থাৎ? গতকাল অনুরাগীদের সঙ্গে গল্প করছিলেন তিনি। সেখানেই এক ব্যাক্তি বলেন, শুভশ্রীর ছোট্ট রাজকন্যার জন্য কিছু বল?
বন্ধুর প্রাণ প্রিয় মেয়েকে নিয়ে অঙ্কুশ আগামীতে কী করবেন এটা ভেবে ফেলেছেন। সকলের সামনেই বললেন, আমার পরবর্তী নায়িকা হতে চলেছে সে। ভবিষ্যতের হিরোইন আমার। তার মানে এখনও অনেকদিন কাজ করবেন। এদিকে অঙ্কুশের কথায় শুভর নিজের কী প্রতিক্রিয়া? অভিনেত্রী কী বললেন বন্ধুকে?
Advertisment
এই সবে দুই তিনদিন বয়স তাঁর। এরমধ্যেই অঙ্কুশ তৈরি শুভশ্রীর মেয়ের সঙ্গে অভিনয় করতে? এদিকে, মা হয়ে শুভশ্রী যেন ভাষা হারিয়েছেন। তাই তো, কোনও কথা না বলে তিনি হেসে গড়িয়ে গেলেন। বিশেষ করেন #Yalkush দেখে মাথায় হাত তাঁর। ইয়ালিনী+অঙ্কুশ ... অভিনেতা খুদের সঙ্গে নিজের ভবিষ্যতের সিলভার স্ক্রিন কল্পনা করে নিয়েছেন।
প্রসঙ্গত, কিছুদিন আগেই রিলিজ করেছে কুরবান। এই ছবিতে নিদারুণ অভিনয় করলেও ছবিটি সাফল্য খুব একটা পায়নি। কিন্তু, এখন তাঁর একটাই লক্ষ্য, কারণ নিজের প্রথম।প্রযোজনায় ছবি আনতে চলেছেন তিনি। মির্জা নিয়ে বেজায় উত্তেজিত তিনি। বলছেন, বাংলার একটি জায়গাও ছাড়বেন না।