অভিনেতা অভিনেত্রীদের মধ্যে রাজনীতির যোগ থাকবে না, একথা এখন বলাও ঠিক না। পরিস্থিতি কিংবা স্রোত প্রবাহে গা ভাসিয়েছেন অনেকেই। তারকারা নাম লিখিয়েছেন দলীয় রাজনৈতিক শিবিরে। আবার অনেকেই রয়েছেন যারা পরবর্তীতে সেটা ছেড়ে বেরিয়েও এসেছেন। তবে অঙ্কুশ...
Advertisment
অভিনেতাকে সক্রিয়ভাবে কোনও দলের হয়েই গলা চড়াতে দেখা যায়নি। সকলের মধ্যে থেকেই দলীয় রাজনীতি থেকে একদম দূরে থাকতে পছন্দ করেন তিনি। অভিনয় জীবনকেই নিজের করে রাখতে চেয়েছেন। তাই তো, নতুন ছবি কুরবান রিলিজ করার আগে, দিলেন বড় বার্তা। যেমন?
রাজনীতির ঘেরাটোপে নিজের নতুন ছবি বানিয়ে ফেলেছেন তিনি। কিন্তু, অঙ্কুশ কেন রাজনীতি থেকে দূরে? কারণ কি ব্যাক্তিগত বিষয় নাকি নিজের ওপর ভরসা নেই তাঁর? অভিনেতা বলেন...
"আমায় রাজনীতিতে টানা খুব চাপের। এবং আমি গুনে গুনে দাবি করে বলতে পারি, মুশকিল আছে। আমি যে দলেই যাই না কেন, আমি একশো শতাংশ বলছি আমায় তাড়িয়ে দেবে সেখান থেকে ছয় মাসের মধ্যে। কারণ, আমি তো নিজের মত করেই চলব। কাউকে ধার ধারি না আমি। আর আমায় কেউ কিছু বেশি বোঝাতে এলে আমি তাঁকে ফাঁস করে দেব। কোনও অন্যায় কিছু দেখতে পেলে আমি ফাঁস করে দেব, সে আমার দলের হোক অথবা অন্য দলের।"
অভিনেতা সাফ জানান, রাজনীতি থেকে কেন দূরে রয়েছেন তিনি। সিনেমা নিয়ে থাকতেই ভালবাসেন। একসময় জানিয়েছিলেন, এবছরই নাকি তিনি বিয়ে করবেন। যদিও, সেকথা আদৌ সম্পূর্ন হবে কিনা তাতে সন্দেহ রয়েছে। এখন ব্যস্ততা নতুন ছবি নিয়ে।