scorecardresearch

‘সব ধ্বংস করে দিল…’, শুভশ্রীর জন্য কেঁদে ভাসাচ্ছেন অঙ্কুশ! কিন্তু কেন?

হঠাৎ করে কী এমন হল যে এই এই বলে চিৎকার করে উঠলেন অঙ্কুশ?

ankush hazra, ankush hazra troll, shubhoshree ganguly, shubhoshree ganguly trolls, shubhoshree ganguly ankush movie, shubhoshree ankush fun, shubhashree ganguly news, শুভশ্রী-অঙ্কুশ, শুভশ্রী-অঙ্কুশের খবর, বলিউডের খবর
কী হল দুই বন্ধুর মধ্যে?

তারকাদের মধ্যে কত কিছুই না হয়। তাদের বন্ধুত্ব, প্রেম কিছুই যেন নজর এড়ায় না। তেমনই দুই বন্ধু অঙ্কুশ এবং শুভশ্রী। তাদের খুনসুটি নজরে পড়ে সকলের। এবার তো শুভশ্রীকে দেখে রীতিমতো কেঁদে ভাসালেন অঙ্কুশ! কিন্তু কেন?

রাজের সঙ্গে শুভশ্রীর বিয়ে হওয়ার পরেও দুজনের মধ্যে বন্ধুত্ব একটুও কমে নি। বরং, অঙ্কুশের বিয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। কিন্তু, এবার শুভশ্রীকে অন্য মানুষের সঙ্গে দেখেই রেগে আগুন অঙ্কুশ। একরকম চিৎকার করতে শুরু করলেন তিনি। অঙ্কুশের সঙ্গে শুভশ্রী কাজ করেছেন যে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিতে। সেই ছবির একটি গানে নাচছেন শুভশ্রী। আর অঙ্কুশ?

কেঁদে ভাসাচ্ছেন ছবির নায়ক। হিরোকে ছাড়া হিরোইন নাচছেন। অঙ্কুশ এই এই বলে চিৎকার শুরু করে দিলেন। তারপর? এত সুন্দর নাচ দেখেও অঙ্কুশের জন্যই সব ধ্বংস হয়ে গেল। অনুরাগীরা রেগে আগুন তাঁর ওপর। সকলেই এমন বলছেন, শুভশ্রী অবধি ঠিক ছিল তবে, অঙ্কুশ এত্ত ওভার অ্যাক্টিং করছেন কেন? আবার কেউ বললেন, অঙ্কুশের যত্ত বাড়াবাড়ি।

উল্লেখ্য, শুভশ্রী ও অঙ্কুশকে একসঙ্গে জুটিতে দেখতে চান অনেকেই। আবার, কেউ কেউ অঙ্কুশের অভিনয় দেখে বেশি বেশি বলেও সম্বোধন করেন। এমনিও ড্যান্স বাংলা ড্যান্স এর মঞ্চে ফ্লার্ট করে বেড়াচ্ছেন তিনি। কখনও মৌনী আবার কখনও পূজা… তবে শুভশ্রীর সঙ্গে ফ্লার্ট করার সাহস সহজে দেখান না।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Ankush hazra cried when shubhashree danced with another person