/indian-express-bangla/media/media_files/2025/10/31/ankush1-2025-10-31-14-58-48.jpg)
যা যা বললেন অঙ্কুশ...
Ankush Hazra Exclusive: ঘটে গিয়েছে এক ভয়ংকর ঘটনা। যেমন? বড়বাজার এলাকা থেকে, গ্রেফতার করা হয়েছে এক অভিনেত্রীকে। অভিযোগ তিনি নাকি, কারোর ব্যাগ এবং পার্স চুরি করে পালাচ্ছিলেন। যদিও এই ঘটনা এবার প্রথম না। এর আগেও, একবার তিনি ধরা পড়েছিলেন। এবং যখনই তাকে নিয়ে কোনরকম সংবাদ হয়, তখনই অঙ্কুশের নাম উঠে আসে।
অঙ্কুশের সঙ্গে প্রথম ছবিতে কাজ করেছিলেন রূপা দত্ত। এবং খেয়াল করলে দেখা যাবে, এই অভিনেত্রীর নাম চুরি সংক্রান্ত খবরে উঠলেই, অঙ্কুশের নায়িকা শব্দটি ভীষণ শোনা যায়। অভিযোগকারীর অভিযোগ, অক্টোবরের ১৫ তারিখ, তার ব্যাগ চুরি হয়। সেই ব্যাগের মধ্যে ছিল কুড়িগ্রাম ওজনের একটি সোনার মঙ্গলসূত্র। বৈষ্ণোদেবী লকেট সহ প্রায় কুড়িগ্রাম ওজনের একটি মহিলাদের সোনার চেন। দুটি সোনার ব্রেসলেট, প্রায় চার হাজার টাকা। এবং এই অভিনেত্রীকে তার, বাড়ির এলাকা থেকে গ্রেফতার করা হয়। কিন্তু এই যে অভিনেত্রীর নাম উঠলে অঙ্কুশের নাম উঠে আসে, এটা কি তাঁকে ভাবায়? বা বিরক্ত হন তিনি? অভিনেতার সঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা যোগাযোগ করেছিল। কী বলছেন তিনি?
চুরির অভিযোগে আবারও পুলিশের জালে অঙ্কুশের নায়িকা! উদ্ধার লাখ লাখ টাকার সোনা
"না না, বিরক্ত একারণেই লাগে, এটা শুনলে হঠাৎ মনে হয়, যে আমিই যেন ওকে মানুষ করেছি। আমি কী করব! অঙ্কুশের নায়িকা শব্দটা সত্যি কেমন যেন লাগে। ওর যেন পরম্পরা - প্রতিষ্ঠা - শিক্ষা সব আমি ওকে দিয়েছি। এটা কিন্তু ওর পরিচয় নয়। ও যেটাই করুক, সেটা ওর পরিচয়। আমার কিন্তু এক্ষেত্রে কিছু করার নেই। ও আলাদা ব্যক্তিত্ব। আমার কি দোষ?" যদিও মানুষের স্বভাবগত অভ্যাস তিনি বুঝতে পারেন বলেই জানান তিনি। কেন তাঁর নাম টেনে আনা হয়, সেকথা পরিষ্কার বলেন।
অঙ্কুশের কথায়, "আসলে আমি বুঝতে পারি, কেন আমার নামটা উঠে আসে। তাঁর কারণ, বাংলার মানুষ যাতে চিনতে পারে, সেটাই তাঁদের একটা পরিচয় পেতে সুবিধা হয়, সেই জন্যই হয়ত দেওয়া হয় অঙ্কুশের ছবির নায়িকা। বা কেল্লাফতের নায়িকা। মানুষের যাতে মনে পড়ে সেটাই হয়তো সকলের উদ্দেশ্য। কিন্তু, আমার হঠাৎ করে ওর কীর্তির সঙ্গে নিজের নাম শুনলেই, মনে হয় ওকে এসব শিক্ষা এবং সংস্কার আমিই দিয়েছি।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us