Advertisment
Presenting Partner
Desktop GIF

অন্য মেয়ের সঙ্গে 'ফস্টি-নষ্টি'! অঙ্কুশকে হাতেনাতে ধরলেন শুভশ্রী, ফোন ঐন্দ্রিলাকে

তারপর? যা ঘটল…

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Ankush Hazra, Oindrila sen, Ankush Oindrila, Subhashree Ganguly, dance bangla dance, Bengali reality show, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, অঙ্কুশ ঐন্দ্রিলা, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ডান্স বাংলা ডান্স, মহাগুরু মিঠুন, জি বাংলা, বাংলা রিয়ালিটি শো, টলিউডের খবর

রিয়ালিটি শোয়ে এসব কী করছেন অঙ্কুশ! দেখে 'থ' শুভশ্রী

'ডান্স বাংলা ডান্স'-এর সঞ্চলনার দায়িত্বে তিনি। আর সেই রিয়ালিটি শোয়ের মহিলা প্রতিযোগীদের সঙ্গেই কিনা ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন অঙ্কুশ! শোয়ের মাঝে হালকা ফ্লার্ট নজর এড়ায়নি কারওর! এবার প্রিয়াঙ্কা নামে প্রতিযোগীর সঙ্গে অঙ্কুশকে হাতনাতে ধরে ফেললেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেখানেই 'কেলোর কীর্তি'!

Advertisment

সোজা ঐন্দ্রিলা সেনের কাছে খবর গেল। ভিডিও কলে ধরলেন শুভশ্রী। উপস্থিত ছিলেন টলিপাড়ার আরও এক নায়িকা। শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ঠিক কী ঘটেছে? শোয়ের ভিডিওতেই দেখা গেল গোটা বিষয়টা। প্রতিযোগী প্রিয়াঙ্কা অঙ্কুশকে প্রস্তাব দেন, "তুমি ১০টা পুশ-আপ করবে। আমি তোমার ওপর বসব।" মহিলা প্রতিযোগীর তরফে এমন প্রস্তাব শুনে তো আহ্লাদে আটখানা সঞ্চালক-অভিনেতা। সুতরাং ময়দানে নেমে পড়লেন।

মিঠুন চক্রবর্তীকেও প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে অঙ্কুশ বললেন, "দেখো তোমাদের এই ফিটনেস ছিল?" এরপরই শুভশ্রী ফোড়ণ- "পা তুলে বসতে হবে।" এদিকে অঙ্কুশ মুখে এক, কাজে আরেক। তাঁকে এমনভাবে দেখে আর ধরে রাখতে পারলেন না নিজেকে অভিনেত্রী। সোজা ফোন করলেন ঐন্দ্রিলাকে। বললেন- "দেখ ঐন্দ্রিলা পুরো শো-টাই ও এসব করছে!"

ফোনের ওপ্রান্ত থেকে তখন কান্নাধরা আওয়াজ ঐন্দ্রিলার। প্রেমিকার কাছে ধরা পড়ে যাওয়ার ভয়ে তৎক্ষণাৎ নিজেকে গুটিয়ে নেন অঙ্কুশ। জি বাংলার 'ডান্স বাংলা ডান্স' শোয়ের প্রোমোতেই এই কীর্তি দেখা যায়।

<আরও পড়ুন: বাসনের দোকানে শুভশ্রী! ভিডিও করে ভয়ঙ্কর সমালোচনার মুখে, খেলেন খোঁচাও>

আরেকটি ভিডিওয় দেখা যায়- প্রিয়াঙ্কাকে দিয়ে অঙ্কুশকে শক্ত ফিটনেস ওয়ার্ক করানোর নির্দেশ দিচ্ছেন শুভশ্রী। আসলে দিন কয়েক আগেই শুভশ্রীর কাছে ঐন্দ্রিলা জানিয়েছিলেন যে, "অঙ্কুশ অত্যাচার করেন, তাই বিয়েটা করছেন না..।" যদিও সেটা পুরোপুরি সিনেমার প্রচার ছিল। আর এবারের ঘটনাটাও শোয়ের টিআরপি বাড়ানোর খেলা ছাড়া কিচ্ছু নয়! গোটা বিষয়টাই মজা করে শুট করা।

Subhashree Ganguly Oindrila Sen tollywood Dance Bangla Dance Ankush Hazra tollywood news Ankush-Oindrila Entertainment News
Advertisment