/indian-express-bangla/media/media_files/2025/09/14/ankush1-2025-09-14-13-56-04.png)
কী প্রতিক্রিয়া তাঁর?
Raktabeej 2 Movie: গতকাল রক্তবীজ ২ ছবির প্রোমোশনে দলের অনেকেই এসেছিলেন চন্দননগরে। ছবির স্বার্থে নানা শহরে তাঁরা ঘুরে বেড়াচ্ছেন। উত্তর-বঙ্গ থেকে তাঁদের সফর শুরু হয়, এবং, র গতকাল পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়েই তাঁরা আসেন ফরাসি শহরে। তারপর? চন্দননগরে এসেছেন আর তাঁরা কোনও মজা করবেন না?
সেই শহরের মিষ্টি জগৎবিখ্যাত। মিষ্টির জগতে তোলপাড় ফেলেছিলেন সূর্যমোদক। তাঁর হাত ধরেই তালশাঁস কিংবা যাকে পরবর্তীতে জলভরা হিসেবে আখ্যা দেওয়া হয়, সেই মিষ্টি জনপ্রিয়তা পায়। জামাই ষষ্ঠীর সময় চন্দননগরের জমিদার বাড়ির জামাইদের সঙ্গে রসিকতা করার জন্যই তিনি এই মিষ্টি বানিয়েছিলেন। আর সেই মিষ্টি না খেয়েই তাঁরা চন্দননগর ছেড়ে চলে যাবেন? এমনটা নিশ্চয়ই হয় না?
গতকাল সেই মিষ্টিতেই মজতে দেখা গেল অঙ্কুশ এবং শিবুকে। প্রোমোশন শেষে সূর্য মোদকের দোকানে গিয়েই মিষ্টিমুখ করলেন তাঁরা। শুধু তাই নয়, পাশে ছিলেন কাঞ্চন নিজেও। এবং সেই মিষ্টি মুখে পুরতেই যেন স্বর্গসুখ অনুভূত হল তাঁদের। জলভরা মিষ্টি খাওয়ার পর অঙ্কুশের কী প্রতিক্রিয়া? পরিচালক নিজে হাতে তাঁকে মিষ্টি খাইয়ে দিলেন। আর তাঁকে বলতে শোনা গেল, এটা সূর্যমোদকের জলভরা।
অন্যদিকে অঙ্কুশ, সেই মিষ্টি খেয়ে আবেগে আপ্লুত। বর্ধমানের ছেলের চন্দননগরের মিষ্টির স্বাদ যেন মুখে লেগে আছে। তাঁর যে অসম্ভব ভাল লেগেছে এই মিষ্টি, সেকথাই শোনালেন। এদিকে, কাঞ্চন? তিনি তো মিষ্টি উপভোগ করতে ব্যাস্ত। তাঁদের মিষ্টি সুখ দেখে কেউ বলছেন.
"কাঞ্চন দা-কে আরও দুটি মিষ্টি দিন, ওঁর একটায় মন ভরে নি।" কেউ বললেন, এই দোকানের মিষ্টি খুব বিখ্যাত। আবার কেউ বললেন, এমন করার কী আছে? যেন খেতে পান না। এদিকে, একথা অস্বীকার করলে চলবে না, এই স্বাদ যে একবার পেয়েছে, তাঁর মন ভাল হতে বাধ্য।