/indian-express-bangla/media/media_files/2025/10/24/568649381_18529635304063590_8503879626701122316_n-2025-10-24-17-39-11.jpg)
দেখুন সেসব ছবি...
/indian-express-bangla/media/media_files/2025/10/24/486652350_18489793882063590_2150047708795675265_n-2025-10-24-17-39-42.jpg)
গতকাল ছিল ভাইফোঁটা। আর সেদিন ঝগড়া ছেড়ে দাদাদের সঙ্গে বোনেদের এক সুন্দর মুহূর্ত কাটানোর দিন। আর সেই উপলক্ষেই অঙ্কুশ দেখালেন বেশ কিছু ছবি। তাঁর ঠিক কীভাবে দিন কাটল?
/indian-express-bangla/media/media_files/2025/10/24/568096257_18529635295063590_2262323319834580376_n-2025-10-24-17-40-09.jpg)
অনেকেই অনেক ধরণের ভাইফোঁটা কাটালেও, অঙ্কুশের এবারের ফোঁটা বেশ অন্যরকম কেটেছে। কারণ, ডবল ধামাকা হয়েছে এবছর। দাদা তো বটেই এবার তিনি মামার ভুমিকাও পালন করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/24/568649381_18529635304063590_8503879626701122316_n-2025-10-24-17-40-45.jpg)
বোনের মেয়ে এক্কেবারে ছোট। তাঁকে কোলে নিয়েই এবারের বিশেষ দিন কাটল অঙ্কুশের। পরনে পাঞ্জাবি, দায়িত্ব নিয়েই মামা হিসেবে কী কী কাজ করলেন তিনি? পুঁচকে ভাগ্নিকে মুখে প্রসাদ দিলেন অঙ্কুশ। সেই ছবি নিজেই সমাজ মাধ্যমে দেখালেন তিনি। এক আনন্দ ঘন এবং দায়িত্ববান মুহূর্তে কী লিখছেন তিনি?
/indian-express-bangla/media/media_files/2025/10/24/571039603_18529635313063590_7387896167391737090_n-2025-10-24-17-41-23.jpg)
অঙ্কুশ লিখছেন, "মামা থেকে দাদা । বোনঝির মুখে ভাত থেকে বোন দের আশীর্বাদ । সব দায়িত্ব পালন করা আমি । গতকাল এইভাবেই কাটলো ।"
/indian-express-bangla/media/media_files/2025/10/24/569291201_18529635322063590_5938980957943450685_n-2025-10-24-17-41-58.jpg)
অঙ্কুশ ভাইফোঁটাও নিলেন তাঁর বোনেদের কাছে, তাঁদের মধ্যে অনেকেই এবার অনুপস্থিত। তাই বেশ মন খারাপ অঙ্কুশের। সেকথাও তিনি লিখলেন... কিন্তু আমার দিদি রা যাদের ফোঁটা দেওয়ার পর আমি প্রণাম করতাম তারা সবাই বিদেশে তাই তাদের খুব খুব #Miss করলাম।
/indian-express-bangla/media/media_files/2025/10/24/570051033_18529635331063590_1720610553915835040_n-2025-10-24-17-42-27.jpg)
তাঁর দিদি-বোন ছাড়াও, ঐন্দ্রিলার বোন-ও ফোঁটা দিলেন তাঁকে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us