ঠিক যেন পুজোর মতোই ছবি। কেন? তখনও রিলিজ করেছিল চারটে বিগ বাজেট বাংলা ছবি। এবারও তাই। পুজোর মরশুম শেষ হতেই, আবারও একসঙ্গে এতগুলো রিলিজ।
Advertisment
সবথেকে আলোচনার কেন্দ্রবিন্দু যে ছবিটি সেটি হল, জিৎ এর 'মানুষ'। একটি মাল্টিস্টারার ছবি। শুধু তাই নয়, জিৎ এর ছবি হিসেবে অনেকেই এটিকে নিয়ে যথেষ্ট আলোচনা করছেন। দ্বিতীয় রয়েছে যে বগলা মামা, সেটিও বেশ মজার একটি কমেডি ছবি হতে চলেছে। অঙ্কুশ রয়েছেন এই তালিকায়। তাঁর 'কুরবান' এসেছে বহুদিন পর। বড়পর্দায় কামব্যাক করেছেন তিনি। কিন্তু...
যেমন ভাবা তেমন ফল হয়নি এই ছবির। অঙ্কুশ বেজায় পজিটিভ মানুষ। তিনি হার মানেন না। তাই তো, এবার ছবির লক্ষ্মীলাভ ভাল না হতেই এমন ভাবে তিনি অনুরোধ করলেন যাতে চমকে যেতে হয়। হল ভরছে না। অঙ্কুশের সিনেমা দেখতে বেশি মানুষ যাচ্ছেন না। সত্যি মানতে তিনি প্রস্তুত। অভিনেতা নিজের সমাজ মাধ্যমে বললেন..
"খুবই কম সংখ্যক মানুষ কুরবান দেখতে প্রেক্ষাগৃহে ঢুকছেন। সত্যিটা মানতে লজ্জা নেই। কিন্তু চারিদিকে রিভিউ খুব ভাল পাচ্ছি। যেকজন মানুষ যাচ্ছেন হলে, এবং ভাল লাগছে ছবিটা তারা আর পাঁচজনকে বলবেন। না, বাংলা ছবির পাশে দাঁড়াতে অনুরোধ করছি না। শুধু ভাল লাগলে আশেপাশের মানুষদের বলবেন। না, মানে আপনাদের ছাড়া আর কাকে অনুরোধ করব বলুন। আপাতত, যে মাছি গুলো উড়ছে তাদের তো অনুরোধ করতে পারব না।"
এই শেষ না। অভিনেতা জানালেন, এরপর আসল উৎসবে রিলিজ করছে মির্জা। ২০২৪ সালে গ্র্যান্ড রিলিজ হতে চলেছে অঙ্কুশের প্রযোজিত প্রথম ছবির। সেই নিয়েও তিনি ব্যস্ত।