রেড রোডে নাচ অঙ্কুশ-ঐন্দ্রিলার, কার্নিভালে দুর্দান্ত অনুষ্ঠান তারকা জুটির

পুজোর অনুষ্ঠানে উপস্থিত তারকাদের অধিকাংশ

পুজোর অনুষ্ঠানে উপস্থিত তারকাদের অধিকাংশ

author-image
IE Bangla Entertainment Desk
New Update
NULL

রেড রোডে নাচ অঙ্কুশ-ঐন্দ্রিলার

রেড রোডের মেগা কার্নিভালে নেচে মাতলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। পুজোর শেষ দিনের উৎসবে দেখা গেল তারকা জুটিকে। অন্যান্যের সঙ্গে নাচলেন তাঁরাও।

Advertisment

শ্রীভূমি স্পোর্টিং এর তরফে নৃত্য পরিবেশনা করলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। থিম সং এ পারফর্ম করলেন তাঁরা। অঙ্কুশের পরনে লাল পাঞ্জাবী, ক্রিম ধুতি এবং ঐন্দ্রিলা পড়েছেন লাল লহেঙ্গা শাড়ি। এদিকে, দুই তারকা জুটিকে দেখে উচ্ছ্বসিত অন্যান্যরাও।

আরও পড়ুন < ‘দুর্নীতি ঢাকতে কার্নিভাল! বাংলার অর্থনীতিকে খাদে ঠেলে দিয়েছে তৃণমূল’, বিস্ফোরক রুদ্রনীল >

Advertisment

অঙ্কুশ ঐন্দ্রিলাকে সঙ্গে নিয়েই এলেন পুজোর মুখ্য সদস্য সুজিত বসু। এবারের শ্রীভূমির থিম ভ্যাটিকান সিটি। সেই দেখতেই হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন পূজা মণ্ডপে। বছর দুয়েক পর এই কার্নিভালের আয়োজন। আর তাতে অঙ্কুশ-ঐন্দ্রিলার নাচ তাক লাগিয়ে দিয়েছে এটা বলা যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে দুর থেকেই আলাপচারিতা সারলেন তাঁরা।

এর আগেও শ্রীভূমির পুজোয় তাঁদের দেখা গেছে। অঙ্কুশ এবং ঐন্দ্রিলা অনেকবার গিয়েছেন সেই পুজোয়। নাচছেন অঙ্কুশ ঐন্দ্রিলা, আর তাদের উৎসাহ দিচ্ছেন সেখানে বসে থাকা সকলেই। এবারের শ্রীভূমির থিম সং গেয়েছেন শান। পুজোর মধ্যেই ছুটি কাটিয়ে ফিরেছেন। ঘুরতে গিয়েছিলেন সুইজারল্যান্ড। তবে এসেই যে আনন্দে মেতে উঠেছেন তা বলাই বাহুল্য।

Ankush Hazra Oindrila Sen