Advertisment
Presenting Partner
Desktop GIF

Ankush Hazra: অনলাইনে খাবার অর্ডার করেই ফ্যাসাদে, অঙ্কুশের কপালে যা জুটল...

Ankush Hazra News: অঙ্কুশ সমাজ মাধ্যমে বেশ সক্রিয়। তিনি নানা সময় নানা কিছু পোষ্ট করেই থাকেন। তবে, কিছু কিছু পোস্টের জন্য তিনি এমন কিছু উৎপটাং ক্যাপশন দেন…

author-image
Anurupa Chakraborty
New Update
ankush hazra

Ankush Hazra: অঙ্কুশ যেভাবে ফাঁসলেন...

এই রে! এবার অঙ্কুশের সঙ্গেও এই কান্ড। যদিও বা অনলাইন ডেলিভারি এজেন্সির তরফে জানা সম্ভব না যে তারা কাকে খাবার ডেলিভারি দিয়ে যাচ্ছে। অঙ্কুশের সঙ্গে ঘটে গেল এমন এক ঘটনা। যা তিনি সমাজ মাধ্যমে শেয়ার করলেন।

Advertisment

অঙ্কুশ সমাজ মাধ্যমে বেশ সক্রিয়। তিনি নানা সময় নানা কিছু পোষ্ট করেই থাকেন। তবে, কিছু কিছু পোস্টের জন্য তিনি এমন কিছু উৎপটাং ক্যাপশন দেন, যা মনে ধরে বেশিরভাগের। এমনকি, তাঁর পোস্টের জ্বালায় জর্জরিত তাঁর তারকা বন্ধুরাও। আর এবার তাঁর সঙ্গে খাবার ডেলিভারি নিয়েই ঘটল ঘটনা।

অঙ্কুশ সমাজ মাধ্যমে জানালেন কোথা থেকে কী অর্ডার করেছিলেন তিনি। কিন্তু আশানুরূপ হয়নি যা তিনি অর্ডার করেছিলেন সেটা। বরং, তিনি সমাজ মাধ্যমে সেই আক্ষেপ উগরে দিলেন। যা অর্ডার করেছিলেন, তাঁর ছবি পোস্ট করে আক্ষেপের কথা লিখলেন তিনি। জানতে চাইলেন, কেন এটা হবে?

আসলে ভলকানো পিজ্জা অর্ডার করেছিলেন অঙ্কুশ। আর যেটার জন্য অর্ডার করেছিলেন, সেই এক্সট্রা চিজ অর্ডার হওয়ার আগেই উধাও? তিনি সমাজ মাধ্যমে খুবলানো পিজ্জার ছবি শেয়ার করে অঙ্কুশ লিখলেন... "ডোমিনজ এর বেহালা ব্রাঞ্চ থেকে জমেটর মাধ্যমে ভলকানো পিজ্জা অর্ডার করেছিলাম। আর, এভাবে সেটা রিসিভ করব ভাবি নি। মাঝখান থেকে ভলকানো গায়েব।"

যদিও, ডেলিভারি সংস্থার তরফে এহেন কান্ড আগেও হয়েছে। অনেক অভিযোগ পর্যন্ত দায়ের করা হয়েছে। আর এবার অঙ্কুশের তরফে অভিযোগে তাঁরা নড়েচড়ে বসেন কিনা সেটাই দেখার। উল্লেখ্য, অঙ্কুশ মির্জার সাফল্যের পর ফের একবার নিজের প্রযোজনার ছবি নিয়ে কাজ শুরু করেছেন। তাঁর সঙ্গে সঙ্গে তাঁকে দেখা যাবে, আসন্ন এসকে মুভিজের নানা ছবিতে। 

Ankush Hazra tollywood news Entertainment News
Advertisment