/indian-express-bangla/media/media_files/2024/12/09/oxPcYh3mNzVWq1KjZSzw.jpg)
যা বললেন অঙ্কুশ ...
Ankush Hazra-Tollywood: অঙ্কুশ হাজরা, তিনি খুব শীঘ্রই তাঁর ছবি নারী চরিত্র বেজায় জটিল নিয়ে আসছেন। এবং এই ছবির নাম দেখেই বোঝা যাচ্ছে এক পুরুষ, যিনি স্ত্রী জাতির কারণে বেজায় চাপে আছেন। তাহলে কি অঙ্কুশ নিজেই চাপে আছেন? দীর্ঘ এতবছর ধরে ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। কিন্তু, কবে বিয়ে করছেন সেই প্রসঙ্গে জিজ্ঞেস করলেই যেন, অঙ্কুশ সহজেই এড়িয়ে যান? তাহলে কি তিনিও পরিবারের চাপে পড়া এক পুরুষ?
অঙ্কুশের ছবির নাম হঠাৎ এমন কেন, সেকথা জানতেই যোগাযোগ করেছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। তিনি হাসতে হাসতে বললেন...
সিনে-জগতে নক্ষত্রপতন, চলে গেলেন অস্কার-মনোনীত অভিনেত্রী
"আসলে, এই গল্পটা ভীষণ সোশ্যাল যুগের সঙ্গে যুক্ত। এখন দেখা যায় সকলেই খুব রিল বানায়। নিজেদের আরও বেশি করে এক্সপ্লোর করে, কিন্তু খেয়াল করলে দেখা যায় মেয়েদের একটা ধারণা হচ্ছে যে ছেলেরা আমাদের বোঝে না, বা ছেলেরা আমাদের ডেপথ বোঝে না। আর এই ডেপথ কি, সেটা নিয়ে পুরুষদের বক্তব্য হচ্ছে, এটা তো ঈশ্বর আজ অবধি বুঝে উঠতে পারেনি, তাহলে আমরা কী করে বুঝব? সব নিয়েই একটা রোমান্টিক কমেডি ড্রামা।" কিন্তু, এই ছবির পর কি তিনি বিয়ে করবেন? ঐন্দ্রিলার সঙ্গে কি তাঁকে আসছে বছর বিয়ের পিঁড়িতে দেখা যাবে?
অঙ্কুশের এক গাল হাসি। তাঁকে বিয়ে নিয়ে প্রশ্ন করলেই তিনি হাসতে শুরু করেন। এবং সোজাসুজি এও বলেন, "আসলে এই ছবিটা অনেকেই দেখলে বুঝতে পারবেন, যে কোথা দিয়ে কী সব ঘটে। এবং কী করে নানা পরিস্থিতির সৃষ্টি হয়। এবং ছেলেদের যে নানা কারণে মেয়েদের ওপর কত ধরনের বিতৃষ্ণা, সেটা এই ছবিটা দেখলে বোঝা যাবে। আবার এটাও বোঝা যাবে, একজন নারীর উপস্থিতি, কী করে একজন মানুষের জীবন বদলে দেয়। কত ধরনের চিন্তা ভাবনা মাথায় আসে। আমি এখন বেশি কিছু ডিটেলস- কিছু বলব না। প্রসঙ্গে...
আদালতে লাগামছাড়া ভিড়, রেগে আগুন বিচারক, নৃশংস হত্যাকান্ডে ফের কারাগারে অভিনেত্রী!
অঙ্কুশের নাম উঠে আসে মাঝেমধ্যেই। এবং তাঁর কারণ তাঁর নিজের কাজ তো বটেই। তাঁর সঙ্গে, বেশ কিছু ঘটনা। বিশেষ করে তাঁর প্রথম নায়িকা রূপা দত্ত, যতবার নানা কাণ্ডে তিনি গ্রেফতার হন, ততবার অঙ্কুশের নাম উঠে আসে। এবং এই প্রসঙ্গেই তিনি একবার ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছিলেন, শুনলে মনে হয়, আমিই ওকে মানুষ করেছি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us