Advertisment
Presenting Partner
Desktop GIF

Ankush Hazra: 'দুষ্টুমি গুলো না হয় নাই বললাম...', কার সঙ্গে রসিকতা করলেন অঙ্কুশ?

Ankush Hazra shared a post: গতকাল খুবলানো পিজ্জা অর্ডার রিসিভ করেছিলেন তিনি। আর তারপর সমাজ মাধ্যমে জানিয়েছিলেন এসব কেন? খাবার সংস্থার ওপর তিনি প্রশ্ন তুলেছিলেন। আর আজ এমন…

author-image
Anurupa Chakraborty
New Update
ankush hazra 2

Ankush: কী বলছেন অঙ্কুশ?

অভিনেত্রী অঙ্কুশ হাজরা সমাজ মাধ্যমে দারুণ সক্রিয়। তিনি যেখানেই যান, সেখান থেকেই এমন কিছু মন্তব্য করেন যাতে তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। এবার অঙ্কুশকে দেখা গেল এমন এক পোস্ট করতে...

Advertisment

গতকাল খুবলানো পিজ্জা অর্ডার রিসিভ করেছিলেন তিনি। আর তারপর সমাজ মাধ্যমে জানিয়েছিলেন এসব কেন? খাবার সংস্থার ওপর তিনি প্রশ্ন তুলেছিলেন। আর আজ এমন একটি ছবি পোস্ট করলেন, যাতে করে তাঁকে তাঁর প্রেমে পাগল তাঁর ভক্তরা। অঙ্কুশ, তাঁর অনুরাগীদের উদ্দেশ্যে মাঝেমধ্যেই পোস্ট করেন। তবে, এবার যা লিখলেন নিজের ছবি পোস্ট করে...

পরনে সাদা লাল রঙের পাঞ্জাবি, অভিনেতাকে দেখা গেল একদৃষ্টে তাকিয়ে আছেন সকলের দিকে। কিন্তু, ক্যাপশনে যা লিখলেন, তাতে চমকে যেতে হয়। অঙ্কুশ সমাজ মাধ্যমে তাঁর বন্ধুদের সঙ্গে মশকরা করেন মারাত্মক। কেউ রেহাই পায় না তাঁর রসিকতা থেকে। এবার দুষ্টু দুষ্টু চোখ করে যা লিখলেন অভিনেতা, তাতে তাঁর ভক্তদের মন গলে জল।

অঙ্কুশ লিখছেন, দুষ্টুমি গুলো না হয় নাই বা বললাম। আপাতত, এই সরল চোখগুলোকে বিশ্বাস করুন। কথার মধ্যেই দুষ্টুমির ভাব মজুত রয়েছে। কথার শেষে অভিনেতা চোখ পর্যন্ত মারলেন। আর, সেই ক্যাপশন দেখেই একদল বলেন, "তুমি এমন করেছ, আর আমরা বিশ্বাস করব না।"

উল্লেখ্য অঙ্কুশের এখন ব্যস্ততা তুঙ্গে। কারণ, একসঙ্গে অনেকগুলো প্রজেক্টের ঘোষণা করেছেন তিনি। এসকে মুভিজের হাত ধরে আবারও তাঁকে দেখা যেতে চলেছে বড়পর্দায়। এইবছর শুরুর দিকে, তাঁকে দেখা গিয়েছিল স্ব প্রযোজনা সংস্থা নির্মিত ছবি মির্জাতে। যদিও, নিজের প্রোডাকশনেও তিনি আবারও কাজ শুরু করেছেন। 

tollywood tollywood news Ankush Hazra
Advertisment