Ankush Hazra-Nari charitra Bejay Jotil: আজ নারী দিবস। সারা বিশ্বজুড়ে যখন মেয়েদের নিয়ে আলোচনা হচ্ছে, তখন টলিপাড়ায় মেয়েদের নিয়ে আলোচনা হবে না নিশ্চয়ই হবে না। তারকারা একের পর এক পোস্ট করছেন নারীদের নিয়ে। কেউ প্রশ্ন তুলছে নারী স্বাধীনতার, আবার কেউ কেউ একটা দিনই কেন নারী দিবস এই নিয়েও আওয়াজ তুলেছেন। বাদ পড়েনি অঙ্কুশ হাজরা নিজেও।
সাধারণত মেয়েদের হাবভাব নিয়ে অনেক রকমের মন্তব্য করে থাকেন পুরুষরা। কেউ দাবি করেন যে মেয়েদের মত জটিল কেউ নেই, আবার কেউ দাবি করেন মেয়েদের বুদ্ধি হাঁটুতে। আবার কেউ কেউ, ঠোঁট বেকিয়ে ওমেন বলে বাঁকা হাসি দেন। অঙ্কুশ হাজরাই একটা মোক্ষম প্রশ্ন করে বসেছেন আজকের দিনে। এত বছর ধরে প্রেমে থেকেও কি তবে মেয়েদেরকে বুঝতে পারলেন না? আজকের দিনে এতগুলো মেয়ের মধ্যখানে বসে, চিরে চ্যাপ্টা অঙ্কুশ।
অভিনেতা কানে আঙুল দিয়ে বসে রয়েছেন নারীবাহিনীর মধ্যে। তার চোখ মুখ দেখলে বোঝা যাচ্ছে কতটা অসহায় তিনি। অভিনেতার হাবে ভাবে এখন একটাই বক্তব্য, 'নারী' চরিত্র বেজায় জটিল। চারপাশে দাঁড়িয়ে আছেন, সোহিনী সেনগুপ্ত, সোহাগ সেন, ঈপ্সিতা মুখোপাধ্যায়, নবনীতা মালকার এবং ঐন্দ্রিলা। সকলের দাবি শুনতে শুনতে তিনি যেন গ্যাঁড়াকলে। কারোর মনে অনেক প্রশ্ন, কেউ আবার অঙ্কুশের কাছে দাবী করেছেন আইফোন কিনে দেওয়ার। আর এসব শুনতে শুনতে ক্লান্ত অভিনেতা, কানে আঙুল দিয়ে বসে রয়েছেন।
আসলে, তার আগামী প্রজেক্ট এর নামই 'নারী চরিত্র বেজায় জটিল'। অভিনেতা, পোস্টার রিলিজ করেছেন এই ছবির। তিনি ক্যাপশনে লিখছেন... "নারী দের মন বোঝার জন্যে পুরুষদের কি দরকার? সঠিক মন? উপস্থিত বুদ্ধি? নাকি …… ঈশ্বরের দেওয়া কোনও শক্তি? এই বাক্যটা যে কতটা সঠিক সেটা জানতে সকল নারী ও পুরুষরা প্রেক্ষাগৃহে চলে আসবেন । দিনক্ষণ শিঘ্রই বলে দেওয়া হবে।"
ছবির পোস্টারে দেখা যাচ্ছে, সকলের মনে অনেক রকমের প্রশ্ন এবং দাবি থাকলেও ঐন্দ্রিলা কিন্তু মতামত দিতে নারাজ। যদিও, এতসবের মাঝেও তোর আরেক বন্ধু বিক্রম চট্টোপাধ্যায় কিন্তু তাঁর সঙ্গ ছাড়েননি। বরং, তিনি সবার আগে ভালবাসা জানিয়ে বসে আছেন।