ইন্ডাস্ট্রির বুকে অরাজকতা চলছে? নাকি অন্য কিছু? অঙ্কুশ হাজরা বেজায় চটলেন কিছু মানুষের ওপর। তারা কারা? একেই নিজের প্রোডাকশন শুরু করেছেন তারমধ্যে এসব কান্ড!
Advertisment
অঙ্কুশ প্রকাশ্যে নিজের সোশ্যাল মিডিয়ায় যা বললেন, তাতে বেশ কেউ তার প্রশংসা করলেন। আবার কেউ কেউ তাঁকে যা নয় তাই বললেন। মিথ্যে প্রতিশ্রুতি - ভাঁওতাবাজি সবেতে ভরে গিয়েছে ইন্ডাস্ট্রি। এখানে নানা কান্ড হচ্ছে! কোনোটাই নজর এড়াচ্ছে না তাঁর। অঙ্কুশ, নিজেও এসবের শিকার। তাই তো, বলছেন....
আমি হাত জোর করে ইন্ডাস্ট্রির ভেতরের মানুষকে অনুরোধ করছি দয়া করে সব কিছু জেনে শুনে ভুল মানুষকে সাপোর্ট করে ইন্ডাস্ট্রির ক্ষতি করবেন না। বাইরে থেকে প্রচুর ভুলভাল মানুষরা এসে নতুন অভিনেতা অভিনেত্রীদের স্বপ্ন দেখিয়ে ঠকিয়ে নিজেরটা গোছাচ্ছে। আর পুরনো অভিনেতাদের জলি কাগজ দেখিয়ে, মিথ্যে ব্যাংক একাউন্ট দেখিয়ে ঠকাচ্ছে। আমি নিজের এর শিকার, বাকিদের সাবধান করছি। কিন্তু, গল্প এখানেই শেষ না। এরপরই যা বললেন তাতে নিজেই নিজের জলে ফাঁসলেন অঙ্কুশ।
হিন্দি ছবির পাশাপাশি বাংলা ছবির তেমন ব্যবসা নেই। বলাই বাহুল্য, বিগ বাজেট হিন্দি ছবি রিলিজ করলে, বাংলা ছবি হল পায় না। তাই, বাংলা সিনেমার বেশিরভাগ সদস্যরা এখন লড়াইয়ে নেমেছেন। তাদের একটাই বক্তব্য, বাংলা ছবিকে ধরে রাখতেই হবে। অঙ্কুশ বললেন, একেই হিন্দি ছবির মার্কেট একের পর এক ভয়ঙ্কর শর্ত রেখে বাংলার বুকে ছবি রিলিজ করছে। যাতে, আমাদের বেশ চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে। বাংলা কমার্শিয়াল ছবির প্রতি মানুষের বিশ্বাস ফেরানোর চেষ্টা করা হচ্ছে। এমনিতেই বাংলা ছবিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। দয়া করে এহেন অযোগ্য লোকদের আস্কারা দেবেন না। একদিকে, যখন তিনি বাংলা ছবির পাশে দাঁড়ানোর কথা বলছেন, তখন নিজেই শাহরুখের ছবির প্রমোশন করছেন। অনেকেই তাঁকে দুমুখো কটাক্ষ করলেন।
ভুয়ো - অরাজকতা ঘিরে নিয়েছে বাংলা ইন্ডাস্ট্রিকে। অভিনেতা অভিনেত্রীদের অপমান করা হচ্ছে। অঙ্কুশের কথায়, উঠে এল কোনও এক পরিচালকের প্রসঙ্গ। তিনি আরও বলেন, একজন পরিচালককে বলছি নাম না কামিয়ে, একজন সদ্য নাম করা অভিনেতাদের বিচার করবে না।